ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাজার বসার স্থান, ঠিকানা ও বার সম্পর্কে ধারণা।। Local Markets in Brahmanbaria District.

 ব্রাহ্মণবাড়িয়া জেলায় কয়েকটি স্থানীয় বাজার বসার স্থান, ঠিকানা ও বার সম্পর্কে ধারণা।। Local Markets in Brahmanbaria District. 



ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্ব অঞ্চলের চট্রগ্রাম বিভাগের একটি অঞ্চল। এই জেলার আয়তন ১৮৮১.২১ বর্গ কলোমিটার। এই জেলায় নৌ যোগাযোগের প্রধান মাধ্যম তিতাস ও মেঘনা নদী। এই জেলার সাথে ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের, ময়মনসিংহের সাথে রেল যোগাযোগ রয়েছে। দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যবসায়- বাণিজ্যে সমৃদ্ধশালী হতে পেরেছে। তাছাড়া আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্প ও তিতাস গ্যাসের মত শক্তি সম্পদ উৎপাদিত হয় এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়।    


ব্রাহ্মণবাড়িয়ায় শহরের মধ্যে যে স্থানীয় বাজারগুলো অবস্থিত সেগুলো হল- আনন্দ বাজার, সড়ক বাজার, জগত বাজার, ফারুকি বাজার, মেদ্দা বাজার, বউ বাজার, কাওতলি বাজার। প্রতেকদিনই এই জেলার বিভিন্ন স্থানে বাজার বসে কিন্তু কোথায় ও কি বাড়ে বাজারগুলো বসে সে সম্পর্কে আমরা অনেকেয় অবগত নই। তাই সকল ক্রেতা, বিক্রেতা, উৎপাদনকারী, ব্যবসায়ীদের সুবিধার্থে এ অঞ্চলে গুরুত্বপূর্ণ কয়েকটি  বাজারের স্থান ও কি বারে বসে তার ধারণা দেওয়ার চেষ্টা করব। 


সহিলপুর বাজার, ব্রাহ্মণবাড়িয়া সদরঃ 

শনিবার ও সোমবার বসে হাঁসমুরগীর বাজার, বৃহস্পতিবার বসে গরুর বাজার। 


নয়নপুর বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়াঃ

রবিবার ও বৃহস্পতিবার। 


চান্দপুর বাজার, ব্রাহ্মণবাড়িয়া সদরঃ 

শনিবার ও বুধবার গরু ছাগলের বাজার। 


আউলিয়া বাজার, মুকুন্দপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

এই বাজার প্রতিদিনই বসে এবং লিচুর পাইকারি বাজার নামে পরিচিত। তাছারা লিচু, কাঠাল, পেয়ারা, ও মালটার পাইকারি বাজার হিসেবে সিংগারবিল, হরষপুর, চান্দুরা, বিষ্ণুপুর, ছতরপুর, আজমপুর, চম্পকনগর ইত্যাদি বাজারের নাম পাওয়া যায়। 


সরাইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়াঃ

সোমবার গরুর বাজার। 


বাইশমৌজা বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

মঙ্গলবার গরুর বাজার। 


চারগাছ বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়াঃ

শুক্রবার ও সোমবার। 


মনকাশাইর বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়াঃ

সোমবার গরু ও ছাগলের বাজার। 


কুটি বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়াঃ

শুক্রবার, সোমবার গরু ও ছাগলের বাজার। 


কসবা বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়াঃ

কসবা নতুন বাজার শনিবার এবং পুরাতন বাজার বুধবার বসে। 


লালপুর বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াঃ

শনিবার ও মঙ্গলবার। 


চম্পকনগর বাজার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

রবি ও বুধবার। 


গোকর্ণ ঘাট বাজার, ব্রাহ্মণবাড়িয়াঃ

শনিবার ও মঙ্গলবার। 


নাসিরনগর বাজার, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ

রবিবার ও বুধবার। 


এছাড়া আরও অনেক বাজার রয়েছে এই জেলাতে। সব গুলোর তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। যদি কেউ আরও অন্যান্য বাজারের তথ্য জানাতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে  উল্লেখ্য করবেন।  

১৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্ট ফোন গুলো।। Best Smart Phone Price under 15 Thousand Taka Only.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url