economics 2nd paper, 2nd chapter, important questions, hsc.
Economics 2nd paper, 2nd chapter, important questions, hsc.
অর্থনীতি ২য় পত্র, বাংলাদেশের কৃষি, জ্ঞানমূলক ও অনুধাবনমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইচ এস সি।
জ্ঞানমূলক প্রশ্ন
১. কৃষি কী?
২. বাণিজ্যিক খামার কাকে বলে?
৩. কৃষি খামার কী?
৪. কৃষি পণ্য বিপণন কী?
৫. কৃষি কাঠামো কী?
৬. কৃষির উপখাতগুলো কী কী?
৭. কৃষি ঋণ কী?
৮. জীবননির্বাহী অথবা আত্মতোষণ খামার কী?
৯. কৃষিজোত কাকে বলে?
১০. কৃষি প্রযুক্তি কী?
১১. মাশরুম কী?
১২. মিশ্র খামার কী?
১৩. বিশেষায়িত খামার কী?
১৪. যৌথ খামারের সংজ্ঞা দাও।
১৫. পরিবেশ দূষণ কী?
১৬. জৈব প্রযুক্তি কী?
১৭. ভূমিহীন কৃষক কারা?
অনুধাবনমূলক প্রশ্ন
১.কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? ব্যাখ্যা কর।
২. " কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে" -ব্যাখ্যা কর।
৩. "শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব" - ব্যাখ্যা কর।
৪. মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্তের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্যমূল্য পায় না-ব্যাখ্যা কর।
৫. দীর্ঘমেয়াদি কৃষিঋণ কৃষি উন্নয়নের ভিত্তি- ব্যাখ্যা কর।
৬. শস্য বহুমুখীকরণের কি খাদ্য ঘাটতি দূর করে? ব্যাখ্যা কর।
৭. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে?
৮. বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা কর।
৯. "বাংলাদেশের কৃষকেরা প্রাতিষ্ঠানিক ঋণের সুবিদা থেকে বঞ্চিত হয়।"- ব্যাখ্যা কর।
১০. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।'- ব্যাখ্যা কর।
১১. কৃষিপণ্য বিপণনে দুটি প্রধান সমস্যা লেখ।
১২. মৌমাছি পালন কৃষিকাজ কেন?
১৩. সমবায় গঠন কিভাবে কৃষি উন্নয়নে সহায়তা করে?
১৪. মাশরুম কি ওষুধে সবজি ব্যাখ্যা করো।
১৫. চিংড়িকে 'সাদা সোনা' বলা হয় কেন?
১৬. একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের উৎপাদন কি কল্যাণকর?
১৭. 'প্রকৃতি নির্ভর কৃষি' বাংলাদেশের কৃষি উন্নয়নের একটি বড় সমস্যা- ব্যাখ্যা করো।
১৮. কৃষি ঋণের উৎস গুলো কী কী?
১৯. কৃষকরা প্রাতিষ্ঠানিক ঋণ কম পায় কেন?
২০. শস্য বহুমুখীকরণ এর ফলে কি খাদ্য ঘাটতি দেখা দিতে পারে? ব্যাখ্যা করো।
২১. যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন হলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত হবে- ব্যাখ্যা করো।
২২. বাংলাদেশ কৃষি মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল- ব্যাখ্যা করো
২২.কৃষিপণ্যের বিপণন বলতে কি বোঝ।?
২৩. পরিবেশ দূষণ কিভাবে কৃষি উৎপাদন প্রভাব ফেলে?
২৪. কৃষিতে ভর্তুকির প্রভাব কী?