Economics 1st paper, 1st chapter, general knowledge, hsc.
Economics 1st paper, 1st chapter, general knowledge, hsc.
অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, সাধারণজ্ঞান, এইচ এস সি।
১. অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান যা মানুষের সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের বিভিন্ন কর্ম পর্যায়। অর্থাৎ যে বিষয়টিতে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ আলোচনা করা হয় তাই হল অর্থনীতি।
২. দুষ্প্রাপ্যতা বলতে কী বুঝায়?
উত্তরঃ সম্পদের যোগানের সল্পতাকে দুস্প্রাপ্পতা বলে।
৩. নির্বাচন বলতে কি বোঝায়?
উত্তরঃ অনেকগুলো অভাবের মধ্যে গুরুত্ব অনুযায়ী বাছায় করার প্রক্রিয়াই হল নির্বাচন।
৪. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণের নির্দেশ প্রদান করে।
৫. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
উত্তরঃ কোন একটি দ্রব্য পাওয়ার জন্য একটি দ্রব্যের যে পরিমাণ উৎপাদন অথবা ভোগ ছেড়ে দিতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হল প্রথম দ্রব্যটির সুযোগব্যয়।
৬. উৎপাদন সম্ভাবনা রেখার কোন বন্দুতে উৎপাদন যুক্তিসংঘত ব্যাখ্যা করো।
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে যে কোন বিন্দুতে উৎপাদন যুক্তিসংঘত।
৭. উৎপাদন সম্ভাবনা রেখার কোন বন্দুতে উৎপাদন যুক্তিসংঘত নয় ব্যাখ্যা করো।
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে ও বাহিরে যে কোন বিন্দুতে উৎপাদন যুক্তিসংঘত নয়।
৮. অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন এর মতে, মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী ?
উত্তরঃ অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন এর মতে, মৌলিক বা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা হল তিনটি যথা-
১. কি উৎপাদন করা হবে?
২. কীভাবে উৎপাদন করা হবে?
৩. কার জন্য উৎপাদন করা হবে?
৯. অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তরঃ প্রত্যেক দেশের অর্থনৈতিক কার্যাবলি সে দেশের প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো দ্বারা পরিচালিত হয়। এ প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোই হলো অর্থব্যবস্থা।
১০. অর্থব্যবস্থা কয়টি ও কী কী?
উত্তরঃ অর্থব্যবস্থা হলো চারটি যথা-
১. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা।
২. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।
৩. মিশ্র অর্থব্যবস্থা।
৪. ইসলামি অর্থব্যবস্থা।
১১. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তরঃ যে অর্থব্যবস্থায় ব্যক্তি সম্পদের মালিকানা ও ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান থাকে তাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
১২. নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তরঃ যে অর্থব্যবস্থায় দেশের যাবতীয় সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে এবং কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে।
১৩. মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তরঃ যে অর্থব্যবস্থায় ব্যক্তি মালিকানা পাশাপাশি রাষ্ট্রীয় মালিকান ও নিয়ন্ত্রণ বজায় থাকে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
১৪. ইসলামি অর্থব্যবস্থা কাকে বলে?
উত্তরঃ যে অর্থব্যবস্থা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয় তাকে ইসলামি অর্থব্যবস্থা বলে।
১৫. ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতির যে শাস্ত্রে একজন ভোক্তা, একটি ফার্ম, একটি শিল্পের আচরণ ইত্যাদি পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
১৬. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতির বিভিন্ন বিষয় সামগ্রিক ভাবে বিশ্লেষণ করার প্রক্রিয়াকে সামষ্টিক অর্থনীতি বলে।