Production possibility curve/ frontier, economics 1st part, hsc, solution 3,hsc. উৎপাদন সম্ভাবনা রেখা সমাধান-৩, এইচ এস সি।

 Production possibility curve/ frontier

Production possibility curve/ frontier, economics 1st part, hsc, solution 1, economics tutor bd.



৩.
গ. উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন কর। ৩

ঘ. " X দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y দ্রব্যের উৎপাদন ১০০ একক সম্ভব নয় "- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪

প্রশ্নঃ গ. উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অংকন কর। ৩

গ.

উদ্দীপকের প্রদত্ত তথ্যের আলোকে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন অঙ্কন করা হলো-

উৎপাদন সম্ভাবনা রেখা  হলো এমন একটি রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। 

Production possibility curve/ frontier, Chittagong board-2019

চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য নির্দেশ করা হয়েছে। চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য যখন 130 একক হয় Y দ্রব্য তখন 0 একক হয় যা A বিন্দু  দেখানো হয়েছে। এখন Y দ্রব্যের উৎপাদন যথাক্রমে 50, 100, 130 করতে হলে X দ্রব্যের উৎপাদন কমিয়ে যথাক্রমে 100, 50, ও 0 করতে হবে। এদের সমন্বয় হয় B, C ও D বিন্দু । এখন A, B, C, D বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাকেই উদ্দীপকের নির্মিত উৎপাদন সম্ভাবনা রেখা বলে।  


প্রশ্নঃ ঘ. " X দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় Y দ্রব্যের উৎপাদন 100 একক সম্ভব নয় "- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪

ঘ.

X দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y দ্রব্যের উৎপাদন ১০০ একক সম্ভব নয় অথবা উক্ত সংমিশ্রণটিতে উৎপাদন করা যৌক্তিক হবে কনা তা বিশ্লেষণ করা হলো-  

production possibility curve, economics tutor bd


এখন  X= 100 এবং  Y= 100 একক হলে  সংমিশ্রণটির উৎপাদনসূচক বিন্দু N পাওায়া যায়। দেখা যায়, N বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের অঞ্চলে অবস্থান করে।আর এই বাইরের অংশকে অ-অর্জনযোগ্য অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এ বিন্দুতে সম্পদের অভাব হওয়ার কারণে উৎপাদন করা সম্ভব নয় । তাই পরিশেষে বলা যায়, X দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y দ্রব্যের উৎপাদন ১০০ একক সংমিশ্রণ N বিন্দুতে উৎপাদন  যুক্তিসঙ্গত নয়।    


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url