কীভাবে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন কর হয়। How to draw Demand Curve from a Demand Function.

 কীভাবে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন কর হয়।

 How to draw Demand Curve from a Demand Function. 

চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন - 

1. Q = 10 - 2P  


দেওয়া আছে,  Q = 10 - 2P 

ধরি, 
       P= 1 হলে, Q =10 - 2 .1 = 10- 2 = 8   
       P= 2 হলে, Q =10 - 2 .2 = 10- 4 = 6    
       P= 3 হলে, Q =10 - 2 .3 = 10- 6 = 4  
       P= 4 হলে, Q =10 - 2 .4 = 10- 8 = 2  

চাহিদা সূচিঃ

চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়,  চাহিদা সূচি ও চাহিদা রেখার পার্থক্য,                         চাহিদা রেখা অংকন ও ব্যাখ্যা চাহিদা অপেক্ষক নির্ণয়

চাহিদা রেখার চিত্রঃ  




চাহিদা রেখা কেন নিম্নমুখী হয়,  চাহিদা রেখা অংকন ও ব্যাখ্যা

চাহিদা রেখার ব্যাখ্যাঃ 

চিত্রে ভূমি (OQ) অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব (OP) অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা চাহিদার পরিমাণ তখন 8 

একক যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 6 একক হয় যা b বিন্দু দ্বারা নির্দেশ করা 

হয়েছে। আবার দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 3 ও 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 4 ও 2 একক হয় যা C ও D বিন্দু দ্বারা নির্দেশ 

করা হয়েছে। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d বিন্দুগুলো যোগ করে একটি চাহিদা রেখা পায়। সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে 
ডান দিকে নিন্মগামী হয়।  


2. D = 12 - 3P


দেওয়া আছে, 
                 D = 12 - 3P

ধরি, 
     P= 1 হলে, D =12 - 3 .1 = 12 - 3 = 9  
     P= 2 হলে, D =12 - 3 .2 = 12 - 6 = 6   
     P= 3 হলে, D =12 - 3 .3 = 12 - 9 = 3  
     P= 4 হলে, D =12 - 3 .4 =12 - 12=0  

চাহিদা সূচিঃ


চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন

চাহিদা রেখার চিত্রঃ  


demand curve, চাহিদা রেখা অঙ্কন

চাহিদা রেখার ব্যাখ্যাঃ 


চিত্রে ভূমি (OQ) অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব (OP) অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা চাহিদার

 পরিমাণ তখন 9 একক যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 6 একক

 হয় যা b বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 3 ও 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 3

 ও 0 একক হয় যা C ও D বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d বিন্দুগুলো যোগ করে

 একটি চাহিদা রেখা পায়। সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিন্মগামী হয়।  

3. Q = 20 - 5P 


দেওয়া আছে, 

                 Q = 20 - 5P

ধরি, 
     P= 1 হলে,Q =20 - 5 .1 = 20 - 5 = 15  
     P= 2 হলে,Q =20 - 5 .2 = 20 - 10=10   
     P= 3 হলে,Q =20 - 5 .3 = 20 - 15=  5  
     P= 4 হলে,Q =20 - 5 .4 = 20 - 20= 0  

চাহিদা সূচিঃ

চাহিদা সূচি, demand curve

চাহিদা রেখার চিত্রঃ  

চাহিদা রেখার চিত্র, Demand curve

চাহিদা রেখার ব্যাখ্যাঃ 

চিত্রে ভূমি (OQ) অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব (OP) অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা চাহিদার 

পরিমাণ তখন 15 একক যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 10

 একক হয় যা b বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 3 ও 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস

 পেয়ে 5 ও 0 একক হয় যা C ও D বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d বিন্দুগুলো যোগ

 করে একটি চাহিদা রেখা পায়। সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিন্মগামী হয়।  

4. D = 8 - P


দেওয়া আছে,  D = 8 - P

ধরি, 
       P= 1 হলে,  D =8 - 1 =7 
       P= 2 হলে,  D =8 - 2 =6   
       P= 3 হলে,  D =8 - 3 =5  
       P= 4 হলে,  D =8 - 4 =4  

চাহিদা সূচিঃ

চাহিদা সূচি, demand curve table

চাহিদা রেখার চিত্রঃ  

চাহিদা রেখার চিত্র

চাহিদা রেখার ব্যাখ্যাঃ 

চিত্রে ভূমি (OQ) অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব (OP) অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে। দাম যখন 1 টাকা চাহিদার

 পরিমাণ তখন 7 একক যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ কমে 6 একক

 হয় যা b বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। আবার দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে 3 ও 4 টাকা হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 5

 ও 4 একক হয় যা C ও D বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সমন্বয় বিন্দুসমূহ a, b, c ও d বিন্দুগুলো যোগ করে

 একটি চাহিদা রেখা পায়। সাধারণত চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিন্মগামী হয়।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url