Production possibility curve/ frontier, economics hsc, solution 5. সম্পদের সীমাবদ্ধতার ধারণা, সমাধান ৫।

Production possibility curve/ frontier, economics hsc, solution 5.   

সম্পদের সীমাবদ্ধতার ধারণা, সমাধান ৫। 

Production possibility curve/ frontier, economics hsc, solution 5. সম্পদের সীমাবদ্ধতার ধারণা।


গ.উদ্দীপকের আলোকে সম্পদের সীমাবদ্ধতার ধারণটি ব্যাখ্যা করো।  


উদ্দীপকের আলোকে সম্পদের সীমাবদ্ধতার ধারণটি নিচে ব্যাখ্যা করা হলো। 

মানুষের পক্ষে এক সাথে সকল অভাব পূরণ করা সম্ভব হয় না। সীমিত সম্পদ দ্বারা সকল অভাব পূরণ করতে হয়। মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত। 

উদ্দীপকে দেখা যায়, Y দ্রব্য ১০০ একক উৎপাদন সম্ভব হলেও X দ্রব্য উৎপাদন করা যায় না। A যা সংমিশ্রণে প্রকাশ করা হয়েছে। B সংমিশ্রণে সম্পদের সীমাবদ্ধতার কারণে X দ্রব্য ২০ একক উৎপাদন হলে Y দ্রব্যের উৎপাদন  হ্রাস পেয়ে ৭০ একক হয়।  আবার  C ও D সংমিশ্রণ বিন্দুতে X দ্রব্যের উৎপাদন যথাক্রমে ৪০ ও ৬০ একক বৃদ্ধি পেয়েছে। তবে সেই ক্ষেত্রে Y দ্রব্যের উৎপাদন ৪০ ও ০ এককে হ্রাস পেয়েছে। অর্থাৎ X দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন ৬০ এককে Y দ্রব্যের উৎপাদন শূন্য হয়।
এক্ষেত্রে লক্ষণীয় যে, সীমিত সম্পদের কারণে সকল দ্রব্য এক সাথে উৎপাদন করা সম্ভব হয় না। একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়।   

উদ্দীপক অনুযায়ী সীমিত সম্পদের ধারণাটি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে প্রকাশ করা যায়। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url