চাহিদা ও যোগান সমীকরণের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
চাহিদা ও যোগান সমীকরণের ভিত্তিতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
১. Qd=24 -3P এবং Qs= -6 +3P যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক ।
দেওয়া আছে -
চাহিদা সমীকরণ, Qd = 24 -3P
এবং যোগান সমীকরণ Qs = -6 +3P
আমরা জানি, ভারসাম্য অবস্থায় চাহিদা ও যোগান পরস্পর সমান হয়
.
. . Qd=Qs
=> 24 -3P = -6 +3P
=> -3P-3P= - 6 - 24
=> -6P= -30
=>P=-30/-6
=>P= 5
.
. . P̅=5 এটি হল ভারসাম্য দাম।
P̅=5 এর মান যথাক্রমে চাহিদা ও যোগান সমীকরণে এ - বসিয়ে পাইঃ
Qd = 24 -3P = 24 -3(5)= 24-15 = 9
Qs = -6 +3P= -6+3(5) = -6 +15 = 9
.
. . Qd = Qs = Ǭ = 9 এটি হল ভারসাম্য পরিমাণ।
সুতরাং
P̅= 5 ভারসাম্য দাম।
Ǭ = 9 ভারসাম্য পরিমাণ।