অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান,অর্থনৈতিক ব্যবস্থা,এইচ এস সি।। economics tutor bd.
অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান,অর্থনৈতিক ব্যবস্থাএইচ এস সি।
পাঠ পরিচিতি
বিষয়ঃ অর্থনীতি ১ম পত্র
১ম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান।
পাঠের শিরোনামঃ অর্থনৈতিক ব্যবস্থা
শ্রেণিঃ একাদশ, এইচ এস সি।
শিখনফল -
এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে-
👉 অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে।
👉 সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলো কি কি ও বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে ধারণা পাবে।
সকল দেশের অর্থনৈতিক কার্যাবলী এক নয়। অর্থনৈতিক সমস্যা প্রতিটি সমাজে এক এবং অভিন্ন হলেও ঐ সমস্যা সমাধান প্রক্রিয়া বা পদ্ধতি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় ভিন্ন হতে পারে।
প্রশ্নঃ অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে।
উত্তরঃ যে সব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে।
সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলো কি কি ও বৈশিষ্ট্যসমূহঃ
ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে।
ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহঃ
১. উদ্যোগের স্বাধীনতা
২. ভোক্তার স্বাধীনতা
৩. সর্বাধিক মুনাফা অর্জন
৪. অবাধ প্রতিযোগিতা
৫. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
৬. ব্যক্তিগত সম্পদ
৭. ভোক্তার সার্বভৌমত্ব
৮. বৃহদায়তন উৎপাদন
৯. পুঁজিপতি ও শ্রমিক শ্রেণির সৃষ্টি
১০. সম্পদের অসম বণ্টন
১১. শ্রমিক দ্বন্ধের সৃষ্টি
১২. সম্পদের সুষ্ঠু ব্যবহার
১৩. শ্রমিক শোষণ
নির্দেশমুলক অর্থব্যবস্থা
নির্দেশমুলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থব্যবস্থা যেখানে অর্থনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অধীনে থাকে এবং সম্পদের মালিকানা ব্যক্তির পরিবর্তে রাষ্ট্রের কাছে থাকে এবং উৎপাদিত পণ্য সমাজের মানুষের কাজের পরিমাণ
ও যোগ্যতা অনুযায়ী বন্টিত হয়।
নির্দেশমুলক অর্থনীতির বৈশিষ্ট্যসমূহঃ
১. সম্পদের রাষ্ট্রীয় মালিকানা
২. শ্রেণি শোষণ অনপস্থিতি
৩. বাজারে অবাধ প্রতিযোগিতার অনপস্থিতি
৪. কেন্দ্রীয় অর্থনৈতিক পরিকল্পনা
৫. আয় ও সম্পদের সুষম বণ্টন
৬. কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী পারিশ্রমিক বণ্টন
৭.স্বতঃস্ফূর্ত উৎপাদন পদ্ধতি
৮. সর্বাধিক সামাজিক কল্যাণ
৯. কেন্দ্রীয় পরিকল্পনা
১০. সামাজিক নিরাপত্তা
১১. শোষণমুক্ত সমাজ
১২. সুষম উন্নয়ন
১৩. মুদ্রাস্ফীতি
১৪. কর্মসংস্থানের নিশ্চয়তা
১৫. ভোক্তার চাহিদার উপর নিয়ন্ত্রণ
১৬. আর্থ-সামাজিক ও রাজনৈতিক লক্ষের সমন্বয়-সাধন
মিশ্র অর্থব্যবস্থা
যে অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলে।
মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহঃ
১. ব্যক্তিগত মালিকানা
২. সরকারি বিনিয়োগ
৩. স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
৪. সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান
৫. মুনাফার উপস্থিতি
৭. অর্থনৈতিক পরিকল্পনা
৮. অর্থনৈতিক স্বাধীনতা
৯. শ্রমিকের স্বার্থ সংরক্ষণ
১০. মুদ্রাস্ফীতির উপস্থিতি
১১. মজুরি হার নির্ধারণ
১২. সামাজিক নিরাপত্তা
ইসলামি অর্থব্যবস্থা
অর্থনীতির যে শাখা মানুষের অর্থনৈতিক সমস্যাবলি ইসলামের আলোকে আলোচনা করে তাকে ইসলামি অর্থনীতি বলে।
ইসলামি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সমূহঃ
১. ইসলামি আদর্শের বাস্তবায়ন
২. হালাল সম্পদ অর্জন
৩. সম্পদের সীমিত মালিকানা
৪. সম্পদের বণ্টন
৫. কার্পণ্য ও পুঞ্জিভূত রহিতকরণ
৬. অপব্যয়ের নিন্দা
৭. সুদ, ঘুষ ও মুজদারি নিষিদ্ধ
৮. জাকাত ও ওশর ব্যবস্থা
৯. বায়তুল মালের প্রতিষ্ঠা
১০. শ্রমনীতির প্রয়োগ
১১. সকল প্রকার শোষণ নিষিদ্ধ
১২. সামাজিক নিরাপত্তা
১৩. সুদ প্রথা নিষিদ্ধকরণ এবং ইসলামি ব্যাংক প্রতিষ্ঠা
১৪. কর্জে হাসনার প্রবর্তন সমাজকল্যাণ
১৫. সমাজকল্যাণ
১৬. সব নাগরিকের সংরক্ষণ
সহায়ক গ্রন্থঃ প্রোফেসর মোঃ সোহ্রাওয়ার্দী, দিলারা আরজু ।
একাদশ-দ্বাদশ শ্রেণি।