মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, ৩৬টি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, এইচ এস সি, GK-1. Economics General Knowledge.

মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, ৩৬টি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, এইচ এস সি, GK-1.  






১. অর্থনৈতিক সমস্যার মুলে রয়েছে কোনটি ? 
উত্তরঃ সম্পদের দুষ্প্রাপ্যতা।   

২. কোন অর্থব্যবস্থায় জমি, কারখানা, খনি ও অন্যান্য সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে?
উত্তরঃ সমাজতান্ত্রিক।

৩. অর্থনীতিতে সর্বপ্রথম ' দুষ্প্রাপ্যতা ' ধারনাটি ব্যবহার করেন কে? 
উত্তরঃ এল রবিন্স। 

৪. কোন অর্থব্যবস্থাই সরকারি হস্থক্ষেপ নেই বললেই চলে?
উত্তরঃ ধনতান্ত্রিক।

৫. কোন অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না?
উত্তরঃ সমাজতান্ত্র।

৬. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে? 
উত্তরঃ দুষ্প্রাপ্যতা।  

৭. ' The General Theory of Employment, Interest and Money ' - বইটির লেখক কে? 
উত্তরঃ জে. এম. কেইন্স। 

৮. ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে? 
উত্তরঃ পুঁজিবাদী ।  

৯. একটি দেশের অর্থনীতির আংশিক চিত্র তুলে ধরে কোন অর্থনীতি? 
উত্তরঃ ব্যষ্টিক অর্থনীতি। 

১০. বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ? 
উত্তরঃ মিশ্র ।

১১. আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? 
উত্তরঃ পল স্যামুয়েলসন।

১২.  অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কী বলে অভিহিত করেছেন? 
উত্তরঃ সম্পদের বিজ্ঞান।  

১৩. ইসলামি অর্থব্যবস্থায় জ্ঞানের মূল উৎস কয়টি ?
উত্তরঃ ৪ টি । 

১৪. সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কোনটি?
উত্তরঃ জাতীয় আয়। 

১৫. একটি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা কী প্রদর্শন করা হয় ?
উত্তরঃ উৎপাদনের বিভিন্ন পদ্ধতি।  

১৬. কোনটি ব্যষ্টিক অর্থনীতির চলক ?
উত্তরঃ উপযোগ। 

১৭. অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ। 

১৮. জে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলিত প্রজুক্তি সাপেক্ষে দুটি বিকল্প দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ করে তাকে কী বলে? 
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখা।  

১৯. মানুষের সকল কর্মপ্রচেষ্টা কেন পরিচালিত হয়? 
উত্তরঃ ভোগের জন্য।  

২০. পৃথিবীতে বর্তমান কত প্রকার অর্থ ব্যবস্থা বিদ্যমান? 
উত্তরঃ ৪ প্রকার। 

২১. ' কেন্দ্রীয় পরিকল্পনা ' কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য?
উত্তরঃ সমাজতান্ত্রিক। 

২২. অর্থনীতির ' যমজ সমস্যাদ্বয় ' কী? 
উত্তরঃ দুষ্প্রাপ্যতা ও নির্বাচন।  

২৩. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কী? 
উত্তরঃ সর্বোচ্চ মুনাফা অর্জন।  

২৪. উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে বা উপরস্থ কোন বিন্দু কী নির্দেশ করে? 
উত্তরঃ পূর্ণ নিয়োগ। 

২৫. অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? 
উত্তরঃ সীমিত সম্পদ।  

২৬. অর্থনীতিকে 'স্বল্পতার বিজ্ঞান' হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
 উত্তরঃ এল রবিন্স। 

২৭. মানুষ কীভাবে তার প্রয়োজনীয় অভাব পূরণ করে?
উত্তরঃ নির্বাচনের মধ্যমে।  

২৮. প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?
উত্তরঃ ৩টি। 

২৯. একটি দেশে জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি কী?
উত্তরঃ উৎপাদন। 

৩০. কোন বিপ্লবের ওপর ভিত্তি করে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে?
উত্তরঃ ফরাসি। 

৩১. কোন অর্থব্যবস্থার মুনাফা সর্বোচ্চকরণই অন্যতম লক্ষ?
উত্তরঃ ধনতান্ত্রিক। 

৩২. ধনতন্ত্রে 'Invisible Hand' দ্বারা কী বোঝানো হয়?
উত্তরঃ দামব্যবস্থা। 
 
৩৩.  'ক' একটি কেন্দ্রীয় পরিকল্পনাভিত্তিক দেশ । দেশটিতে সম্পদের মালিক কে?
উত্তরঃ সরকার। 

৩৪. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? 
উত্তরঃ উৎপাদনের উপকরণের রাষ্ট্রীয় মালিকানা। 

৩৫. অর্থনৈতিক সমস্যার মূল কারণ কোনটি? 
উত্তরঃ সম্পদের সীমাবদ্ধতা।  

৩৬.কোন অর্থব্যবস্থায় নতুন নতুন দ্রব্য আবিষ্কৃত হয়?
উত্তরঃ ধনতান্ত্রিক। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url