ভোক্তা ও উৎপাদকের আচরণ, অর্থনীতি ১ম পত্র, সাধারণ জ্ঞান, এইচ এস সি।। Behaviour of Consumer and Producer, Economics General Knowledge, GK-1.

ভোক্তা ও উৎপাদকের আচরণ, অর্থনীতি ১ম পত্র, সাধারণ জ্ঞান, এইচ এস সি।। 

Behaviour of Consumer and Producer,  Economics General Knowledge, GK-1.

১. মোট উপযোগ যখন কমতে থাকে তখন প্রান্তিক  উপযোগ হবে—
উত্তর: ঋণাত্মক।  

২.কোন দ্রব্যের যোগান বৃদ্ধি পায় কখন? 
উত্তর: দাম বাড়লে।

৩.প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কেমন হবে?
উত্তর: সর্বোচ্চ হবে ।

৪. দুটি দ্রব্য পরস্পর পরিপূরক হলে চাহিদা রেখা হবে—
উত্তর: ডান দিকে নিম্নগামী। 

৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির উন্নত রূপ দেন কোন অর্থনীতিবিদ?
উত্তর: মার্শাল। 

৬. নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত—
উত্তর: গিফেন দ্রব্য।  

৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ব্যাখ্যা করেন?
উত্তর: মার্শাল । 

৮.দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে? 
উত্তর: অপেক্ষক । 

৯. নিম্নের কোন রেখাটির ঢাল ধনাত্মক?
উত্তর: ডান দিকে উধর্বগামী। 

১০.TU সর্বোচ্চ হলে MU কী হবে? 
উত্তর: শূন্য । 

১১. সাধারণত কোন ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক? 
উত্তর: বিলাস দ্রব্য।

১২. অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দাম অপেক্ষা চাহিদার  পরিবর্তন কি হারে ঘটে?
উত্তর: কম। 

১৩. পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার  আকৃতি কেমন?
উত্তর: ডান দিকে উধ্বগামী। 

১৪. দ্রব্যের নিজস্ব দাম বৃদ্ধিতে চাহিদা কমে যাওয়াকে বলে চাহিদার—
উত্তর: সংকোচন।  

১৫. যোগান সমীকরণ S =–3+P   হলে, শূন্য দামে যোগানের পরিমাণ—
উত্তর: –3

১৬. সম্পর্কহীন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান হবে—
উত্তর: শূন্য। 

১৭. নিচের কোন পণ্যটির চাহিদা  অস্থিতিস্থাপক? 
উত্তর: লবণ। 

১৮. চাহিদা বিধির জ্যামিতিক প্রকাশকে কী বলে?
উত্তর: চাহিদা রেখা।  

১৯. চাহিদা সমীকরণ ' Qd = a – Bp' তে B কী?
উত্তর: ঢাল।    

২০. নিম্নের কোন দুইটি পরিবর্তক দ্রব্য?
উত্তর: চা ও কফি। 

২১.কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা কী বলে?
উত্তর: উপযোগ। 

২২. লবণের চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত?
উত্তর: <১ 

২৩. দ্রব্যের কোন বিষয়টি  মানুষের অভাব পূরণের সাথে জড়িত?
উত্তর: উপযোগ।  

২৪. উপযোগের একক কোনটি?
উত্তর: ইউটিল ।  

২৫. Y = f(x), এখানে Y কী নির্দেশ করে?
উত্তর: অধীন চলক। 

২৬."উপযোগ হচ্ছে কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা, যা মানুষের  অভাব পূরণ করতে পারে "—কে বলেছেন? 
উত্তর: মেয়ার্স। 

২৭. গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান স্থির থাকে, তাকে কি বলে?
উত্তর: ধ্রুবক ।  

২৮. চাহিদা সমীকরণ Qd = 20 – 2P হলে, চাহিদা রেখার ঢাল কত?
উত্তর: – 2

২৯. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে?
উত্তর: হ্রাস পাবে। 

৩০. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা কে?
উত্তর: আলফ্রেড মার্শাল। 

৩১. নিচের কোনটি বাজার ভারসাম্য নির্দেশ করে?
উত্তর: চাহিদা = যোগান।  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url