Economics 1st Paper, Dhaka Board 2022, Economics Tutor, HSC Creative Questions
Economics 1st Paper Dhaka Board 2022 Economics Tutor, HSC Creative Questions.
ঢাকা বোর্ড ২০২২, এইচ এস সি সৃজনশীল প্রশ্ন।
১. কিবরিয়া সাহেব একজন সরকারি কর্মকর্তা। তিনি সম্প্রতি ইউরোপের একটি দেশ ভ্রমণ
করেন। তিনি লক্ষ করেন, উক্ত দেশের জীবনযাপন পদ্ধতি তার নিজ দেশ থেকে আলাদা । ভ্রমণকৃত
দেশের সকল সম্পদের মালিক রাষ্ট্র এবং বাজারে
অবাধ প্রতিযোগিতা নেই। অথচ তার দেশে সম্পদের মালিকানা ব্যক্তিকেন্দ্রিক এবং সমাজে বৈষম্য
বিদ্যমান।
ক. অভাব কী? ১
খ. ‘সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থনৈতিক সমস্যার
মূলভিত্তি'- ব্যাখ্যা কর। ২
গ. কিবরিয়া সাহেবের ভ্রমণকৃত দেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে- ব্যাখ্যা
কর। ৩
ঘ. তুমি কি মনে কর, কিবরিয়া সাহেবের নিজ দেশের অর্থব্যবস্থার চেয়ে ভ্রমণকৃত
দেশের অর্থব্যবস্থা অধিকতর শ্রেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
২. Qd = 25 - 2P
Qs =-5+P
ক. অপেক্ষক কী? ১
খ. সব সময় আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় না- ব্যাখ্যা। ২
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ৩
ঘ. দাম ৭ টাকা হলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে- বিশ্লেষণ করো। ৪
৩.
ক. চাহিদা কী? ১
খ. পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কীরূপ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে ST রেখার ঢাল নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত চিত্রে ST রেখাকে কি যোগান রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
৪.
উৎপাদন
(Q) |
স্থির খরচ
(TFC) |
মোট খরচ
(TC) |
1 |
10 |
20 |
2 |
10 |
25 |
3 |
10 |
28 |
4 |
10 |
35 |
5 |
10 |
45 |
6 |
10 |
60 |
ক. উৎপাদন কী? ১
খ. উৎপাদন ক্ষেত্রে স্বল্পকালে স্থির খরচের অস্তিত্ব বিদ্যমান। ২
গ. উদ্দীপক থেকে উৎপাদনের প্রতিটি স্তরে TVC ও MC নির্ণয় করে সূচি আকারে দেখাও।
৩
ঘ. প্রাপ্ত সূচি থেকে MC রেখা অঙ্কন করে এর আকৃতি বিশ্লেষণ করো। ৪
৫.
Q (উৎপাদন)
|
TR (আয়) |
1 |
10 |
2 |
20 |
3 |
30 |
4 |
40 |
5 |
50 |
6 |
60 |
ক. গড় আয় কী? ১
খ. মোট স্থির খরচ রেখা ভূমি অক্ষের সমান্তরাল – ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে দাম, গড় আয় ও প্রান্তিক আয়
নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে প্রদত্ত তথ্য কোন বাজার ব্যবস্থাকে সমর্থন করে? যুক্তি দাও। ৪
৬.
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী? ১
খ. ‘একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন'— ব্যাখ্যা করো । ২
গ. উদ্দীপকে E বিন্দুতে মুনাফার পরিমাণ নির্ণয় করো । ৩
ঘ. AC রেখার সর্বনিম্ন বিন্দু যদি M হয়, তাহলে ফার্মটির ভারসাম্য অবস্থা বিশ্লেষণ
করো। ৪
৭. 'X' ও 'Y' দুটি পণ্য। 'X' পণ্যটির বাজারে একজন মাত্র বিক্রেতা। অপরদিকে,
‘Y’ পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতার সমাগম রয়েছে এবং সমজাতীয় পণ্য উৎপাদনে
প্রতিযোগীরা অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ পায়।
ক. ভারসাম্য কী? ১
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয় কেন? ৩
গ. 'X' পণ্যের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের বাজারের পার্থক্য লেখো। ৪
৮.
সামগ্রিক
আয় (Y) |
মোট সঞ্চয়
(S) |
মোট বিনিয়োগ
(I) |
400 |
100 |
200 |
500 |
200 |
200 |
600 |
300 |
200 |
ক. সামগ্রিক আয় কী? ১
খ. সঞ্চয় ও বিনিয়োগের সম্পর্ক কীরূপ? ২
গ. উদ্দীপক থেকে বিনিয়োগ রেখা অঙ্কন করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণ করো। ৪
৯. C = 50 + 0.25Y
I = 50, G = 50
ক. জাতীয় আয় কী? ১
খ. জাতীয় আয় গণনায় চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত—ব্যাখ্যা করো। ২
গ. ভারসাম্য জাতীয় আয় উদ্দীপকের আলোকে নির্ণয় করো। ৩
ঘ. সরকারি ব্যয় দ্বিগুণ হলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে বিশ্লেষণ করো। ৪
১০. আলম সাহেব এমন একটি ব্যাংকে চাকরি করেন যেটি মুদ্রা ছাপায় ও ঋণ নিয়ন্ত্রণ
করে। অপরদিকে, রবিন সাহেব অন্য একটি ব্যাংকে চাকরি করেন যেটি জনগণ থেকে আমানত গ্রহণ
করে ও ঋণ প্রদান করে।
ক. মুদ্ৰা কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে আলম সাহেবের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির পার্থক্য বিশ্লেষণ করো। ৪
১১. একটি দেশে মোট বিহিত মুদ্রার পরিমাণ M = 1000 ও প্রচলিত গতি V = 20 । এই
দেশে ব্যাংকসৃষ্ট মুদ্রার পরিমাণ M˝= 600 এবং প্রচলন গতি V˝ = 10, লেনদেনের পরিমাণ
T= 1000।
ক. বিহিত মুদ্রা কী? ১
খ. মোবাইল ব্যাংকিং গুরুত্বপূর্ণ কেন?
২
গ. উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত দেশটিতে লেনদেনের পরিমাণ কমে ৮০০ এবং ব্যাংক মুদ্রার
পরিমাণ কমে ৫০০ হলে দামস্তরের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো। ৪