HSC Economics Chittagong Board MCQ Questions and Answers 2022
HSC Economics
Chittagong Board
MCQ Questions and Answers 2022
১. কোন নির্দিষ্ট পণ্য উৎপাদনে নিয়োজিত একাধিক উৎপাদন প্রতিষ্ঠান মিলে গঠিত হয়-
উত্তরঃ শিল্প
২. কোন ব্যয় উৎপাদনের পরিবর্তনশীল ব্যয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ বিদ্যুৎ ব্যবহারের ব্যয়
সূচিটি লক্ষ করো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
লিচুর সংখ্যা
|
মোট উপযোগ
( ইউটিল) |
১ |
১২ |
২ |
২১ |
৩ |
২৯ |
৪ |
৩৬ |
৫ |
৩৬ |
৬ |
৩৪ |
৩. দ্রব্যের কত একক ভোগে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে?
উত্তরঃ ৬ একক
৪. উদ্দিপক অনুযায়ী-
і.
মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়
іі. গড় উপযোগ স্থির থাকে
ііі. প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে
হ্রাস পায়
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ і ও ііі
৫. গুণগত ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার কোনটি?
উত্তরঃ বন্ধকি ঋণের নগদাংশের পরিবর্তন
৬. অর্থের ক্রয় ক্ষমতাকে কী বলে?
উত্তরঃ অর্থের মূল্য
৭. যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভরশীল তাকে কী বলে?
উত্তরঃ প্ররোচিত ভোগ
৮. বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ মুনাফা অর্জন
৯. কোন বাজারকে দাম গ্রহীতা বলে?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতা
উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ
শামীম সাহেব যে এলাকায় বসবাস করেন সেখানে সরকারিভাবে গৃহে ব্যবহারের জন্য গ্যাস
সরবরাহ নেই । 'X' নামক একটি প্রতিষ্ঠান সেখানে সিলিন্ডার গ্যাস সরবরাহ করে ।
১০. শামীম সাহেবের এলাকায় গ্যাসের বাজারটি কোন ধরণের?
উত্তরঃ একচেটিয়া
১১. 'X' প্রতিষ্ঠানের সরবরাহকৃত গ্যাসের বাজারের বৈশিষ্ট্য হলো-
і. পরিবর্তক দ্রব্য নেই
іі. AR = MR
ііі. দামের ওপর নিয়ন্ত্রিত
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ і ও ііі
১২. অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকলে দামস্তরের দ্বিগুণ বৃদ্ধিতে অর্থের
মূল্য-
উত্তরঃ অর্ধেক হবে
১৩. মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে ভাগফল
হিসেবে যা পাওয়া যাবে-
উত্তরঃ প্রান্তিক আয়(MR)
১৪. M= 400, M'=400
V= 10, V'= 10
T= 1000,P=?
উত্তরঃ 8
১৫. যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে
দুটি বিকল্প দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ করে তাকে কী বলে?
উত্তরঃ উৎপাদন সম্ভাবনা রেখা
১৬. মানবজীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যার স্বরূপ হলো-
і. দুস্প্রাপ্যতার সমস্যা
іі. নির্বাচন সমস্যা
ііі. ভোগ ও বণ্টন সমস্যা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ і ও іі
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
মোমেন সাহেব A দেশে বসবাস করেন । সে দেশের উৎপাদন সম্পূর্ণ ব্যক্তি
মালিকানায় পরিচালিত হয় । তিনি B দেশে এসে দেখতে পান সেখানে উৎপাদনের উপায়সমূহের
ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত ।
১৭. A দেশে কী ধরনের অর্থব্যবস্থা প্রচলিত?
উত্তরঃ পুঁজিবাদী
১৮. B দেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য-
і. রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান
іі. শ্রেণি-শোষণ অনুপস্থিত
ііі. ব্যক্তিগত মুনাফার
উপস্থিতি
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ і ও іі
১৯. দুটি দ্রব্য পরস্পর পরিপূরক হলে চাহিদা রেখা হবে-
উত্তরঃ ডান দিকে নিম্নগামী
২০. দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ককে কী বলে?
উত্তরঃ অপেক্ষক
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
কোনো দ্রব্যের দাম যখন ১ টাকা তখন ক্রেতা ঐ দ্রব্যের ১০ একক ক্রয় করেন । দ্রব্যটির
দাম ২ টাকা হলে ক্রেতা ৫ একক দ্রব্য ক্রয় করেন ।
২১. চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কত?
উত্তরঃ ১/২
২২. উদ্দীপকের দ্রব্যটির চাহিদা রেখার প্রকৃতি হচ্ছে-
উত্তরঃ ডান দিকে নিম্নগামী
২৩. উৎপাদন ও উপাদানের মধ্যকার কারিগরি
সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কী অপেক্ষক বলে?
উত্তরঃ উৎপাদন অপেক্ষক
২৪. গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) পরস্পর সমান হবে যখন-
উত্তরঃ AC যখন সর্বনিম্ন
সূচিটি দেখ এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
দাম (টাকা) |
চাহিদার
পরিমাণ (একক) |
যোগানের
পরিমাণ (একক) |
১ |
১৬ |
৮ |
২ |
১২ |
১২ |
৩ |
১০ |
১৫ |
৪ |
৮ |
২০ |
২৫. উদ্দীপকটিতে ভারসাম্য কত একক?
উত্তরঃ ১২ একক
২৬. ১ টাকা দামে
২৭. উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয়কে কী বলে?
উটরঃ স্থির ব্যয়
২৮. একচেটিয়া বাজারে কোন ফার্মের ভারসাম্য স্তরে স্বাভাবিক মুনাফা অর্জনের
ক্ষেত্রে শর্ত হচ্ছে-
і. MR = MC
іі. MC এর ঢাল >
MR এর ঢাল
ііі. AC < AR
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উটরঃ і ও іі
চিত্রটি লক্ষ কর এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও
২৯. উদ্দিপকে উৎপাদনকারীর মুনাফার পরিমাণ কত হবে?
উত্তরঃ ৫০
৩০. SAC রেখা স্থানান্তরিত হয়ে H বিন্দুতে স্পর্শ করলে পাওয়া যাবে-
উত্তরঃ স্বাভাবিক মুনাফা।