Micro Economics General knowledge Introduction: Nature and Scope of Micro Economics.
Micro Economics General knowledge Introduction: Nature and Scope of Micro Economics.
ভূমিকাঃ ব্যষ্টিক অর্থনীতির প্রকৃতি ও আওতা
সাধারণজ্ঞান
Micro Economics General knowledge Introduction: Nature and Scope
of Micro Economics.
ভূমিকাঃ ব্যষ্টিক অর্থনীতির প্রকৃতি ও আওতা
সাধারণজ্ঞান
১. অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ অর্থনীতি বলতে বঝায়, যে শাস্ত্র
মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান
নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলে।
২. আলফ্রেড মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি কী?
উত্তরঃ আলফ্রেড মার্শাল এর মতে, অর্থনীতি মানুষের দৈনন্দিন
জীবনের সাধারণ কার্যকলাপ আলোচনা
করে।
৩. এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি কী?
উত্তরঃ এল রবিন্স এর মতে, অর্থনীতি একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত
সম্পদ এবং অসীম অভাবের সমন্বয় সাধনে মানুষের
আচরণ আলোচনা করে।
৪. ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে ?
উত্তরঃ অর্থনৈতিক বিশ্লেষণে কোন ব্যক্তি, পরিবার ও ফার্ম সমূহের অর্থনৈতিক
কার্যক্রম এবং তার সাথে সংশ্লিষ্ট সমস্যা
ও সমাধান নিয়ে আলাদা বা পৃথকভাবে আলোচনা করা
হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।
৫. মিশ্র অর্থনীতি কী?
উত্তরঃ যে অর্থব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত
তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে।
৬. ভোক্তার সার্বভৌমত্ব বলতে কী বঝায়?
উত্তরঃ একজন ভোক্তা বাজারে যখন স্বাধীন
ভাবে যে কনো পণ্য পছন্দ করে ক্রয়
ও ভোগ করে তখন তাকে ভোক্তার সার্বভৌমত্ব বলে।
৭. বাজার প্রক্রিয়া বলতে কি বঝায়?
উত্তরঃ যে অর্থব্যবস্থায় একটি ‘অদৃশ্য হস্ত’ ধনতন্ত্রে ভোক্তা, উৎপাদনকারী,
ক্রেতা এবং বিক্রেতার বহুমুখী কর্মের মধ্যে সমন্বয় সাধন করে তাকে বাজার প্রক্রিয়া বলে।
৮. মুক্তবাজার অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ যে বাজারে ক্রেতা ও বিক্রেতা তথা ভোক্তা ও উৎপাদনকারীর কার্যক্রমের
ওপর কোনরূপ রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ থাকে না, তাকে মুক্তবাজার অর্থনীতি
বলে।
৯. প্রযুক্তি বলতে কি বঝায়?
উত্তরঃ উৎপাদনের চারটি উপকরণকে সর্বাধিক সম্ভব যথাযথ ভাবে উৎপাদন কাজে নিয়োজিত
করার কৌশলকে প্রজুক্তি বলে।
১০. ইতিবাচক অর্থনীতি কাকে বলে?
উত্তরঃ উচিত- অনুচিত, ভাল-মন্দ নির্বিশেষে পক্ষ-নিরপেক্ষভাবে কোন ঘটনা বা কাজের
তথ্য অনুসন্ধান করা ও তার সাথে সম্পর্কিত অন্যান্য চলকের সম্পর্ক নির্ণয় করাকে ইতিবাচক
অর্থনীতি বলে।
১১. অপ্রাচুর্যের সমস্যা কী?
উত্তরঃ সম্পদের যোগানের সীমাবদ্ধতাকে দুষ্প্রাপ্যতা বলে। এই দুষ্প্রাপ্যতাই
হলো অপ্রাচুর্যের সমস্যা।