Economics 1st Paper Creative Questions HSC Dinajpur Board-2022
Economics 1st Paper Creative Questions HSC
Dinajpur Board-2022
১. সালমান সাহেব 'X' নামক এমন একটি দেশের প্রবাসী যে দেশের প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ড সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। উৎপাদন, বণ্টন, ভোগ সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু তাঁর নিজ দেশে শুধু সরকার নয়, বেসরকারি উদ্যোগেও অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়।
ক. উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে?
খ. অভাব পূরণের ক্ষেত্রে 'নির্বাচন' একটি বড় সমস্যা-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে 'X' দেশের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।
২. চাহিদা সমীকরণ Qd = 40 - 4P
যোগান সমীকরণ Qs = - 8 + 4P
যেখানে, Qd = চাহিদার পরিমাণ
Qs = যোগানের পরিমাণ P = দাম
ক. রেখার ঢাল কাকে বলে? -
খ. চাহিদা রেখা ঊর্ধ্বগামীও হতে পারে—ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো ।
ঘ. দাম 4 টাকা হলে চাহিদা ও যোগানের কী পরিবর্তন হয়? চিত্রসহ বিশ্লেষণ করো।
৩.
ক. নির্দেশমূলক অর্থনীতি কাকে বলে?
খ. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে দু'টি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকের সূচি ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী 'X' দ্রব্য ২৫ একক এবং ‘Y” দ্রব্য ১০ একক উৎপাদন করা সম্ভব কি? বিশ্লেষণ করো।
৪. নিচে একটি যোগান সূচি দেওয়া হলো-
ক. অপেক্ষক কী?
খ. ভোক্তার আয় কীভাবে চাহিদা বিধিকে প্রভাবিত করে?
গ. উদ্দীপকের তথ্যের আলোকে যোগান রেখা অঙ্কন করো।
ঘ. যদি দাম ৩, ৬ ও ৯ টাকায় চাহিদা যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক হয় সেক্ষেত্রে উদ্দীপক অনুযায়ী ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
৫. মি ‘X’ তার জমিতে ধান চাষের সিদ্ধান্ত নিলেন। প্রথম বছর তিনি ১০০০ টাকার শ্রম নিয়োগ করে ২০০ কেজি ধান উৎপাদন করলেন।
অধিক উৎপাদনের আশায় পরবর্তী ৩ বছর যথাক্রমে ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকার শ্রম নিয়োগ করে উৎপাদন পেলেন
যথাক্রমে ২২০, ২৩৫ এবং ২৪৫ কেজি ধান।
ক. উৎপাদন বিধি কী?
খ. দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের তথ্যের আলোকে মোট উৎপাদন (TP) রেখা অঙ্কন করো।
ঘ. মি 'X'-এর চাষাবাদে অর্থনীতির কোন বিধি কার্যকর হবে? চিত্রের সাহায্যে
বিশ্লেষণ করো।
৬.
ক. ফার্ম কী?
খ. পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বাজারে ফার্মকে 'দাম গ্রহীতা' বলা হয় কেন?
গ. উদ্দীপক হতে মুনাফার পরিমাণ বের করো ।
ঘ. উদ্দীপকে AC রেখা স্থানান্তর হয়ে G বিন্দুতে অবস্থান করলে মুনাফার কি কোনো পরিবর্তন হবে? চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো।
৭. যদি কোনো একটি অর্থনীতির ভোগ ও বিনিয়োগ, সমীকরণ হয় নিম্নরূপ:
C = 10 + 0.75Y এবং I = 100.
যেখানে, C = ভোগ, I = বিনিয়োগ এবং Y = জাতীয় আয়
ক. জিডিপি কী?
খ. ‘সঞ্চয় বিনিয়োগের ভিত্তি'-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 200 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয়ে কীরূপ প্রভাব পড়বে—চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ।
৮. 'X' একটি আর্থিক প্রতিষ্ঠান যে গ্রাহকদের নিকট হতে আমানত সংগ্রহ করে উদ্যোক্তাদের ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।
অপরদিকে ‘Y’ এমন একট আর্থিক প্রতিষ্ঠান যে অর্থবাজারের অভিভাবক হিসেবে কাজ করে।
ক. ফিশারের বিনিময় সমীকরণটি লেখো।
খ. অর্থের একমাত্র কাজ কি বিনিময়ের মাধ্যমে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের নির্দেশিত 'X' প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তিনটি কাজের ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপক অনুযায়ী ‘Y’ প্রতিষ্ঠান কর্তৃক 'X' প্রতিষ্ঠানের ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব কি? কীভাবে? তা বিশ্লেষণ করো।
৯.
উৎপাদন
(একক) |
মোট ব্যয়
(TC) |
গড় ব্যয়
(AC) |
১ |
১০ |
১০ |
২ |
১৬ |
৮ |
৩ |
১৮ |
৬ |
৪ |
২৪ |
৬ |
৫ |
৪০ |
৮ |
৬ |
৬০ |
১০ |
ক. উৎপাদন কী?
খ. “মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ”-ব্যাখ্যা করো।
গ. উপরের তথ্যের ভিত্তিতে ফার্মটির প্রান্তিক ব্যয়ের সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
১০.
ক. বাজার কাকে বলে?
খ. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন—ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপক অনুযায়ী যথাযথ যুক্তিসহ ভারসাম্য বিন্দু নির্ণয় করো ।
ঘ. উদ্দীপক অনুযায়ী প্রয়োজনীয় গড় খরচ রেখা অঙ্কন করে অস্বাভাবিক মুনাফা অঞ্চল বিশ্লেষণ করো।
১১. ‘Y’ নামক একটি দেশের নিট জাতীয় উৎপাদন ১০০০ কোটি টাকা, অবচয় ব্যয় ১৫০ কোটি টাকা, রপ্তানি ৪০০ কোটি টাকা
এবং আমদানি ২০০ কোটি টাকা।
ক. সামগ্রিক ব্যয় কী?
খ. ব্যক্তির আয়ের পুরোটাই কি ব্যয়যোগ্য আয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে 'Y' দেশের মোট জাতীয় উৎপাদন এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন বের করো।
ঘ. আমদানির পরিমাণ যদি ৪০০ কোটি হয়, তবে উদ্দীপকে উল্লিখিত দেশটির GNP এবং GDP এর মধ্যে কী ধরনের পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো।