Economics 1st Paper Creative Questions HSC Barishal Board-2022

 Economics 1st Paper Creative Questions HSC

 Barishal Board-2022

১. সুজন সাহেব “Y” দেশে বেড়াতে গেলেন। তিনি দেখলেন সে দেশে শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, চিকিৎসা সেবাসহ সবকিছু সরকারি উদ্যোগে পরিচালিত হয়। কিন্তু সুজনের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাও আছে।

ক. উৎপাদন সম্ভাবনা রেখা কী?
গ. ‘Y’ দেশের অর্থব্যবস্থার বৈশিষ্ট্য লেখো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থার তুলনা করো

Economics 1st Paper Creative Questions HSC Barishal Board-2022
২. 

উৎপাদন সংমিশ্রণ

X দ্রব্য (একক)

Y দ্রব্য (একক)

A

১৫

B

১৪

C

১২

D

E

F


ক. অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা কী?
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দামব্যবস্থার সম্পর্ক কীরূপ?
গ. উদ্দীপক থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। 
ঘ. G (2, 8) এবং 11 (3, 12) বিন্দু দুটির উৎপাদন সম্ভাবনা যাচাই করো।

৩. চাহিদা অপেক্ষক, Qa = 10 - 2P
   যোগান অপেক্ষক, Q = -2 + 2P
যেখানে, Qa = চাহিদার পরিমাণ, Q = যোগানের পরিমাণ, P = দাম

ক. প্রান্তিক উপযোগ কী?
খ. গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?
গ. উদ্দীপক থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
ঘ. দাম 4 টাকা হলে ভারসাম্য পরিমাণের পরিবর্তন ব্যাখ্যা করো।

৪.

দাম (টাকা)              

চাহিদার পরিমাণ (একক)

১৫

২০

১০

২৫

৩০

 

ক. স্বাধীন চলক কী? 
খ. দ্রব্যের যোগানের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো।
ঘ. দাম ১৫ টাকা থেকে হ্রাস পেয়ে ১০ টাকা হলে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো। 

৫.

শ্রম (L)

মোট উৎপাদন (TP)

1

4

2

10

3

18

4

25

5

30

6

30

7

28

 

ক. প্রান্তিক উৎপাদন কী?
খ. মাত্রাগত উৎপাদন কোন উৎপাদন কালের সাথে সম্পর্কিত? গ. উদ্দীপক থেকে AP ও MP সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী TP রেখা অঙ্কন করে এর আকৃতি বিশ্লেষণ করো।
উৎপাদনের পরিমাণ (Q)

৬.

উৎপাদনের পরিমাণ (Q)

মোট স্থির ব্যয় (TFC)

মোট পরিবর্তনীয় ব্যয় (TVC)

1

6

4

2

6

10

3

6

15

4

6

22

5

6

34


ক. উৎপাদন অপেক্ষক কী?
খ. শ্রমকে উৎপাদনের জীবন্ত উপকরণ বলা হয় কেন?
গ. উদ্দীপক হতে গড় খরচ (AC) সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপকের আলোকে প্রান্তিক খরচ (MC) রেখা অঙ্কন করো এবং কোন উৎপাদন স্তরে AC = MC তা নির্ণয় করো । 
৭.

perfect market competition market curve hsc



ক. শিল্প কী?
খ. একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সব সময়ই কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক হতে ভারসাম্য বিন্দুতে মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করো।
ঘ. গড় খরচ 10 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করে এর ধরন বিশ্লেষণ করো।

৮.

monopoly market curve hsc



ক. মনোপসনি বাজার কী?
খ. একচেটিয়া বাজারে AR রেখা নিম্নগামী কেন?
গ. উদ্দীপকে ভারসাম্যস্তরে মুনাফার পরিমাণ নির্ণয় করো ।
ঘ. AC রেখা 'g' বিন্দুতে স্পর্শ করলে মুনাফার ধরন সম্পর্কে মন্তব্য করো।

৯. একটি অর্থনীতিতে ভোগ ও বিনিয়োগ সমীকরণ নিম্নরূপ: C = 150 = 0.5Y, I = 150 
যেখানে C = ভোগব্যয়, I = বিনিয়োগ 

ক. জাতীয় আয় কী?
খ. আয়ের সাথে প্ররোচিত ভোগের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. সরকারি ব্যয় ২০০ হলে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কীরূপ প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।



১০. সিমা আক্তার একজন গৃহিণী। তার ব্যক্তিগত মোবাইলে স্কুলপড়ুয়া সন্তানের বৃত্তির টাকা পেয়ে থাকেন। বিদ্যুৎ ও ইন্টারনেট বিলও তিনি মোবাইলের মাধ্যমে পরিশোধ করেন। সম্প্রতি তিনি জানতে পারলেন যে, মোবাইলের মাধ্যমে মাসিক সঞ্চয় জমা করা যায় ।

ক. অর্থ কী?
খ. কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং ব্যবস্থার আর্থসামাজিক প্রভাব মূল্যায়ন করো।

১১. 

বিহিত মুদ্রার পরিমাণ (M) = 600
ব্যাংক অর্থের পরিমাণ (M') = 500
বিহিত মুদ্রার প্রচলন গতি (V) = 10
ব্যাংক অর্থের প্রচলন গতি (V') = 20
লেনদেনের পরিমাণ (T) = 160

ক. বিহিত মুদ্রা কী?
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মূলধন গঠনে সহায়তা করে?
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে দামস্তর নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে M ও. M' এর মান দ্বিগুণ হলে দামস্তর ও অর্থ মূল্যের সম্পর্ক বিশ্লেষণ করো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url