Economics 1st Paper HSC Creative Questions Sylhet Board-2022
Economics 1st Paper HSC Creative Questions
Sylhet Board-2022
১.
X দ্রব্য
(একক) |
Y দ্রব্য
(একক) |
০ |
১১০ |
৪০ |
৯০ |
৮০ |
৬০ |
১১০ |
০ |
ক. ব্যষ্টিক অর্থনীতি কী?
খ. “সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ”- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকের সূচিটি ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর।
ঘ. (X = ৮০ একক, Y = ৫০ একক) এবং (X = ১১০ একক, Y = ৩০ একক) সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ কর ।
HSC Short Syllabus 2024 Economics
২.
জনাব রহমান 'X' দেশের একটি সরকারি অফিসে কাজের জন্য গিয়ে দেখতে পেলেন সেই দেশের সকল সম্পদের মালিক সরকার এবং সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয় । অথচ তার নিজ দেশ বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ।
ক. নির্বাচন করতে কী বোঝায়?
খ. “ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়”- ব্যাখ্যা কর।
গ. 'X' দেশে প্রচলিত অর্থব্যবস্থার সাথে কোন ধরনের অর্থব্যবস্থার মিল রয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. 'X' দেশে বাংলাদেশের মতো অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তুমি মনে কর ?
৩.
দ্রব্যের
একক |
মোট উপযোগ
|
প্রান্তিক
উপযোগ |
১ |
২০ |
২০ |
২ |
৩৫ |
১৫ |
৩ |
৪৫ |
১০ |
৪ |
৫০ |
৫ |
৫ |
৫০ |
০ |
৬ |
৪৫ |
-৫ |
ক. চলক কাকে বলে?
খ.. উপকরণের দামের সাথে দ্রব্যের যোগান কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
গ. উপরিউক্ত সূচির ভিত্তিতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা কর।
৪. একটি দ্রব্যের দাম ও চাহিদার তথ্য নিন্মের টেবিলে প্রদত্ত হলোঃ
সংমিশ্রণ
|
দাম
(টাকা) |
চাহিদার
পরিমাণ |
A |
৬ |
২০ |
B |
১০ |
১৬ |
C |
১২ |
১২ |
ক. চাহিদা বলতে কী বোঝ?
খ. ক্রেতার আয় বৃদ্ধি কীভাবে চাহিদা প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে একটি চাহিদা রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের B এবং C বিন্দু বিবেচনা করে দ্রব্যটির প্রকৃতির ওপর মন্তব্য কর।
৫। চাহিদা সমীকরণ : D = 20 - 2P যোগান সমীকরণ : S = 8 + 2P
যেখানে,
D = চাহিদার পরিমাণ
S = যোগানের পরিমাণ
P = দ্রব্যের দাম
ক. প্রান্তিক উপযোগ কী?
খ. ভোক্তার রুচির সাথে চাহিদার সম্পর্ক ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপকে উল্লিখিত চাহিদা ও যোগান সমীকরণ হতে ভারসাম্য পরিমাণ নির্ণয় কর।
ঘ. দ্রব্যের দাম ৪ টাকা হলে ভারসাম্যের ওপর কী ধরনের প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
৬.
দ্রব্যের
একক (Q) |
মোট স্থির
ব্যয় (TFC) |
মোট পরিবর্তনীয়
ব্যয় (TVC) |
১ |
২০০ |
৬০ |
২ |
২০০ |
১০০ |
৩ |
২০০ |
২৬০ |
৪ |
২০০ |
৫০০ |
ক. পরিবর্তনীয় ব্যয় কী?
খ. “দীর্ঘকাল স্থির ব্যয় থাকে না”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক থেকে গড় ব্যয় (AC) রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের সম্পর্ক দেখাও ।
৭.
জমির
পরিমান |
শ্রম
(L) |
মূলধন
(K) |
মোট উৎপাদন
(TP) |
১ একক
|
১ |
১০০০ |
৪০ কেজি
|
১ একক |
২ |
১০০০ |
৭০ কেজি |
১ একক |
৩ |
১০০০ |
৯০ কেজি |
১ একক |
৪ |
১০০০ |
১০০ কেজি |
ক. উৎপাদন বলতে কী বোঝ?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত তথ্যের ভিত্তিতে শ্রমের প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উৎপাদন (MR) রেখাটি উৎপাদনের কো বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো।
৮.
ক. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P = AR = MR হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে মোট আয়, মোট খরচ এবং মুনাফার পরিমাণ নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে AC রেখা E বিন্দুতে স্পর্শ করলে ফার্মটি কী ধরনের মুনাফা অর্জন করবে? ব্যাখ্যা কর।
৯.
ক. অলিগোপলি বাজার বলতে কী বোঝায়?
খ. অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণ প্রতিযোগিতা থেকে আলাদা করে- ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপক অনুযায়ী ফার্মের মুনাফা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের AC রেখা K বিন্দু দিয়ে গমন করলে ফার্মের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর ।
১০. দেওয়া আছে, S = - 40 + 0.5Y এবং 1 = 200
যেখানে,
S = সঞ্চয়
1 = বিনিয়োগ
Y = জাতীয় আয়
ক. মোট দেশজ উৎপাদন বলতে কী বোঝ?
খ. স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা?
গ. উপরের উদ্দীপক থেকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর।
ঘ. বিনিয়োগের পরিমাণ ২৫০ টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কী ধরনের পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।
১১.
অর্থের
যোগান (M) কোটি টাকা |
দামস্তর
(P) টাকা |
১০০ |
১০ |
২০০ |
২০ |
৩০০ |
৩০ |
ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
খ. 'ব্যাংক হার' কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার— ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে দামস্তর ও অর্থের যোগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক থেকে অর্থের যোগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের ওপর প্রভাব
'বিস্তার করছে? ব্যাখ্যা কর।