Economics 1st Paper HSC Creative Questions Chittagong Board-2022
Economics 1st Paper HSC Creative Questions
Chittagong Board-2022
১। দুটি প্রতিবেশী দেশ A এবং B A দেশের নাগরিকদের ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ নেই। তারা যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র কর্তৃক কাজ ও মজুরি লাভ করে। অন্যদিকে B দেশের নাগরিকগণ সরকারের পাশাপাশি সম্পদের মালিক। তারা নিজ উদ্যোগে উৎপাদন কার্য পরিচালনা করতে পারে। তবে কেউ কেউ সরকরি চাকরি করে।
ক. অর্থব্যবস্থা কী?
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণি বৈষম্য সৃষ্টি হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত A দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর ।
ঘ. A ও B দেশ দুটির মধ্যে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি উত্তম বলে মনে কর? যুক্তি দাও ।
২।
X দ্রব্য
(একক) |
Y দ্রব্য
(একক) |
০ |
৮০ |
২০ |
৭০ |
৭০ |
২০ |
৮০ |
০ |
ক. ব্যষ্টিক অর্থনীতি কী?
খ. নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন?
গ. উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর।
ঘ. ২০ একক X দ্রব্যের সাথে ৫০ একক Y দ্রব্য উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩।
ভোগের
একক |
মোট উপযোগ
(TU) |
১ |
৬ |
২ |
১০ |
৩ |
১২ |
৪ |
১২ |
৫ |
১০ |
ক. উপযোগ কী?
খ. প্রান্তিক উপযোগ হ্রাস পায় কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত সূচি হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকে যে উপযোগ বিধিটি কার্যকর হয়েছে তা কি সকল ক্ষেত্রে কার্যকর? ব্যাখ্যা কর ।
8।
Qd=100 - 5P
এখানে, Qd = চাহিদার পরিমাণ
P = দ্রব্যের দাম
ক. চাহিদা বিধি কী?
খ. শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপক হতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যটির প্রকৃতি নির্ণয় কর।
৫ ।
Od = 30 - 4P
Qs = 12 + 2P
এখানে, Qd = চাহিদার পরিমাণ
Qs = যোগানের পরিমাণ
P = দ্রব্যের দাম
মূলধন গঠনের সূত্র ও মূলধনের প্রকারভেদ, অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি
ক. যোগান কী?
খ. হীরকের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন?
গ. উদ্দীপক হতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর ।
ঘ. দাম ৭ টাকা হলে বাজারে কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
৬।
শ্রম
(L) |
মোট উৎপাদন
(TP) |
১ |
৪ |
২ |
১০ |
৩ |
১৮ |
৪ |
২৮ |
ক. উৎপাদন কী?
খ. ভূমির যোগান বৃদ্ধি করা যায় না কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত সূচি হতে মোট উৎপাদন রেখা অঙ্কন কর ।
ঘ. উদ্দীপকে কোন উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে? এটি উৎপাদনের কোন পর্যায়ে বেশি কার্যকর।
৭।
দ্রব্যের
একক (Q) |
মোট স্থির
ব্যয় (TFC) |
মোট পরিবর্তনীয়
ব্যয় (TVC) |
১ |
১০ |
১০ |
২ |
১০ |
২৬ |
৩ |
১০ |
৩৮ |
৪ |
১০ |
৫৪ |
৫ |
১০ |
৮০ |
৬ |
১০ |
১১০ |
ক. 'গড় ব্যয় কী?
খ. দীর্ঘকালে স্থিরব্যয় থাকে না কেন ?
গ. উদ্দীপক হতে মোট ব্যয় রেখা অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের আলোকে গড় ব্যয় (AC) অঙ্কন কর এবং রেখাটির আকৃতির উপর মন্তব্য কর।
৮।
ক. ফার্ম কী?
খ. একচেটিয়া বাজারে P = AR > MR হয় কেন ।
গ. উদ্দীপক হতে ফার্মটির মুনাফার পরিমাণ নির্ণয় কর।
ঘ. AC রেখা G বিন্দুতে স্পর্শ করলে ফার্মটির মুনাফার ক্ষেত্রে কী পরিবর্তন হবে? ব্যাখ্যা কর।
৯। S = 75 - 0.75Y I=300
এখানে, S = সঞ্জয়
I = বিনিয়োগ
Y = জাতীয় আয়
ক. GDP কাকে বলে ?”
খ. “বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভরশীল”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় (Y) নির্ণয় কর ।
ঘ. যদি বিনিয়োগের পরিমাণ অর্ধেক হয় তবে জাতীয় আয়ের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর ।
১০। একটি দেশে,
বিহিত মুদ্রার পরিমাণ (M) = 500
ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ (M' ) = 400 উভয় মুদ্রার প্রচলন গতি (V ও V') = 5
লেনদেনের পরিমাণ (T) = 25
ক. অর্থের মূল্য কী?
খ. “মুদ্রার প্রচলন ব্যবসা-বাণিজ্যকে সহজ করেছে”- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় কর।
ঘ. যদি বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ হয়, তবে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ কর।
১১। একটি দেশের সকল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত ঔষধ নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশে ঔষধের অসংখ্য উৎপাদনকারী ও ক্রেতা রয়েছে। ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় ও মোট ব্যয় সমান।
ক. মনোপসনি কী ?
খ. ফার্ম ও শিল্প কি এক হতে পারে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঔষধের বাজার কোন ধরনের? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকের আলোকে ঔষধের বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাও।