Economics 1st Paper HSC Creative Questions Mymensingh Board-2022
Economics 1st Paper HSC Creative Questions
Mymensingh Board-2022.
১.
‘A’ দেশ |
‘B’ দেশ
|
i. সম্পদের
ব্যক্তিমালিকানা |
সম্পদের
রাষ্ট্রীয় মালিকানা |
ii. উদ্যোগের
স্বাধীনতা |
ii. কেন্দ্রীয়
পরিকল্পনা কর্তৃপক্ষ |
iii.
স্বয়ংক্রিয় দামব্যবস্থা |
iii.
শ্রেণি শোষণ অনুপস্থিত |
iv. সমাজে
শ্রেণি বিভক্তি |
iv. দাম
নিয়ন্ত্রণ |
ক. PPC-এর পূর্ণরূপ লেখো।
খ. অভাব অসীম- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যগুলো আলোচনাপূর্বক B দেশের অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিত করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'A' দেশের দামব্যবস্থা বিশ্লেষণ করো।
২. নিচের সূচিটি লক্ষ করো:
সংমিশ্রণ
|
ধান
(টন) |
গম (টন) |
a |
০ |
২০ |
b |
৫ |
১৮ |
C |
১০ |
১৪ |
d |
১৫ |
৮ |
e |
২০ |
০ |
ক. নির্বাচন কী?
খ. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয় বরং পরিপূরক — ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপক থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো ।
ঘ. ধান উৎপাদন ২০ টন অবস্থায় গম উৎপাদন ২০ টন সম্ভব নয় কেন? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৩.
ক. যোগান বিধি কী?
খ. মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন?
গ. ‘CD’ রেখার K বিন্দুতে ঢাল নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকের CD রেখাকে কি চাহিদা রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪.
চাহিদা সমীকরণ, D = 5 – P;
যোগান সমীকরণ S = - 4 + 2P
ক. প্রান্তিক উপযোগ কী?
খ. লম্ব অক্ষের সমান্তরাল চাহিদা রেখার স্থিতিস্থাপকতা শূন্য হয় কেন?
গ. প্রদত্ত সমীকরণদ্বয়ের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
ঘ. চাহিদা সমীকরণ স্থির রেখে যোগান সমীকরণ, S = - 7 + 2P হলে ভারসাম্য দাম ও পরিমাপের ওপর কী প্রভাব পড়বে?
৫. করিম একজন আলুচাষি। তার নিজের ১ একর জমিতে তিনি ১ম বছর শ্রম বাবদ ১০০০ টাকা ব্যয় করে ১০ মণ আলুর ফলন পান। পরবর্তীতে শ্রম বাবদ ২য় বছর ২০০০ টাকা, ৩য় বছর ৩০০০ টাকা ও ৪র্থ বছর ৪০০০ টাকা ব্যয় করেন। ফলস্বরূপ যথাক্রমে ২২ মণ৩২ মণ ও ৪০ মণ আলু উৎপাদন হয়।
ক. গড় আয় কী?
খ. মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান'—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক থেকে মোট উৎপাদন (TP) ও প্রান্তিক উৎপাদন (MP) সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপক থেকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে কোন প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে— বিশ্লেষণ করো।
৬. নিচের চিত্রটি লক্ষ করো:
ক. মাত্রাগত উৎপাদন কী?
খ. দীর্ঘকালে মোট স্থির ব্যয় শূন্য (0) হয় কেন?
গ. উদ্দীপকে প্রদত্ত রেখাদ্বয়ের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর সম্পর্ক ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের AB রেখা “U” আকৃতির হয় কেন? বিশ্লেষণ করো।
৭. মি. রহিম ‘K' শহরে দুই দশক ধরে বসবাস করে আসছেন। শুরুতে তিনি দেখতে পান শহরের একমাত্র ফুলের দোকানে প্রচুর ফুল বিক্রি হতো এবং মুনাফার পরিমাণ ছিল আকর্ষণীয়। সময়ের পরিবর্তনে ঐ শহরে অনেক ফুলের দোকান গড়ে উঠে এবং বর্তমানে ক্রেতারা একটি নির্দিষ্ট দামে যেকোনো দোকান থেকে ফুল কিনতে পারে।
ক. বাজার কী?
খ. পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন?
গ. দুই দশক আগে ‘K’ শহরে কোন ধরনের ফুলের বাজার বিদ্যমান ছিল তা চিহ্নিত করে ঐ বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'K' শহরের ফুলের বর্তমান বাজার এবং অতীতের বাজারের মধ্যে তুলনা করো।
৮.
ক. অলিগোপলি বাজার কাকে বলে?
খ. “একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন।”- ব্যাখ্যা করো।
গ. চিত্র থেকে মনাফা/ক্ষতির পরিমাণ নির্ণয় করো ।
ঘ. চিত্রের ‘n’ বিন্দুতে ফার্মের উৎপাদন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
৯. একটি সামগ্রিক আয় নির্ধারণ মডেল নিম্নরূপ—
Y = C +I+G
C = 100 + 0.5Y
I = 50
G = 20
যেখানে, Y = জাতীয় আয়
C = ভোগ ব্যয়
I = বিনিয়োগ ব্যয়
G = সরকারি ব্যয়
ক. নিট জাতীয় আয় (NNI) কী?
খ. “সঞ্জয় হলো বিনিয়োগের ভিত্তি” – বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপক থেকে ভারসাম্য জাতীয় আয়স্তর (Y) নির্ণয় করো ।
ঘ. উদ্দীপকের ভোগ অপেক্ষকটি C = 100+0.6Y হলে ভারসাম্য জাতীয় আয়স্তরের ওপর কী প্রভাব পড়বে?
১০. শেফালি ঢাকা শহরে একটি বাসায় মাসিক ৩০০০ টাকা বেতনে গৃহকর্মী হিসেবে নিয়োজিত আছেন। শেফালি প্রতি মাসে বেতনের একটি অংশ 'বিকাশ' বা 'নগদ' এর মাধ্যমে অতিসহজে গ্রামে তার পরিবারের নিকট প্রেরণ করেন। এ ধরনের নির্ঝঞ্ঝাট লেনদেন গ্রাম-শহরের কিংবা দেশ-বিদেশের প্রকৃত দূরত্ব অনেকখানি হ্রাস করেছে বলেআশা করা যায়।
ক. বিহিত মুদ্রা কী?
খ “বাণিজ্যিক ব্যাংক সমাজসেবায় ভূমিকা রাখে”-ব্যাখ্যা করো।
গ.উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং কার্যক্রমের সুবিধাসমূহ লেখো।
ঘ. “আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাম-শহরের এবং দেশ-বিদেশের দূরত্ব ক্রমে হ্রাস পাচ্ছে”–যুক্তি দাও।
১১.
ক. অনলাইন ব্যাংকিং কী?
খ. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় কেন?
গ. উদ্দীপক থেকে দেখাও যে, “দামস্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে।”
ঘ. উদ্দীপকের চিত্রে a হতে b বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর কী প্রভাব পড়বে বিশ্লেষণ করো।