HSC Economics 1st Paper creative Questions Rajshahi Board-2022.
HSC Economics 1st Paper creative Question
Rajshahi Board-2022.
১. সোহেলের বাবা একজন গরিব কৃষক। তিনি সরকার থেকে বয়স্ক ভাতা পেলেও পাঁচজনের সংসারে তা পর্যাপ্ত নয়। সোহেলের দুই বোন স্কুলে পরেসেখানে বিনামূল্যে পাঠ্যবই পায়। সোহেল সরকারি কলেজে পড়ে। অপরদিকে তার বন্ধু বেসরকারি কলেজে পড়ে। সোহেলের কলেজ ড্রেস ও ব্যাগ প্রয়োজন। বাবাকে নিয়ে অনেকগুলো দোকান ঘুরে দেখল। তার বাবার যা সামর্থ্য তাতে একসঙ্গে দুটি জিনিস কিনে দেওয়া সম্ভব নয় । তাই দুটির মধ্যে কোন জিনিসটি কিনবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল।
ক. অর্থনৈতিক ব্যবস্থা কী?
খ. নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন?
গ. সোহেলের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে সোহেলের দ্রব্য ক্রয়ে দ্বিধাগ্রস্থতা কোন ধরনের অর্থনৈতিক সমস্যাকে নির্দেশ করে তা বিশ্লেষণ করো।
২. নির্দিষ্ট সম্পদ ও চলিত প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সুচি নিচে দেওয়া হলো-
X দ্রব্য
|
Y দ্রব্য
|
সংমিশ্রণ
|
১২০ একক
|
০ একক |
A |
১০০ একক
|
৫০ একক |
B |
৫০ একক |
১০০ একক
|
C |
০ একক |
১২০ একক |
D |
ক. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে?
খ. নির্দেশমূলক অর্থব্যবস্থা ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ. উদ্দীপকের তথ্য হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপকে প্রদত্ত শর্তসাপেক্ষে একই সঙ্গে X দ্রব্যের ১০০ একক এবং Y দ্রবের ১০০ একক উৎপাদন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩. বেলাল সাহেব একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পেলেন তা নিন্মরুপ-
কমলা (একক) |
মোট উপযোগ
(ইউটিল) |
১ |
১৫ |
২ |
২৫ |
৩ |
৩০ |
৪ |
৩০ |
৫ |
২৫ |
ক. চলক কাকে বলে?
খ. চাহিদা বিধিতে আয় স্থির ধরা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক হতে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
৪. বিভিন্ন দামে একটি দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ নিচে দেওয়া হলো-
দাম |
চাহিদার
পরিমাণ (Qd) |
যোগানের
পরিমাণ (Qs) |
৫ টাকা |
১৫০ একক
|
৫০ একক |
১০ টাকা |
১০০ একক |
১০০ একক |
১৫ টাকা |
৫০ একক |
১৫০ একক |
ক. অপেক্ষক কাকে বলে?
খ. স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপকতা কেমন হবে ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের তথ্য হতে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পারমাণ নির্ণয় করো।
ঘ. সূচিতে উল্লিখিত দামস্তরে চাহিদা স্থির থেকে যোগানের পরিমাণ 100 একর করে বৃদ্ধি পেলে ভারসাম্যের কীরূপ পরিবর্তন হবে বিশ্লেষণ করো ।
৫. করিম পাঁচ একর জমিতে প্রথম বছর দশ হাজার টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে ২০০ কেজি মাল্টা উৎপাদন করেন। লাভজনক হওয়ায় পরবর্তী তিন বছরে একই পরিমাণ জমিতে যথাক্রমে ২০ হাজার টাকা, ৩০ হাজার টাকা ও ৪০ হাজার টাকার শ্রম ও মূলধন নিয়োগ করে যথাক্রমে ৩৫০ কেজি, ৪৫০ কেজি এবং ৫০০ কেজি মাল্টা উৎপাদন করেন। এতে তার পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে আসে।
ক. উৎপাদন কী?
খ. মোট স্থির ব্যয় (TFC) রেখা কেন ভূমি অক্ষের সমান্তরাল হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করো।
ঘ. উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে উৎপাদন বিধিটি ব্যাখ্যাপূর্বক কৃষিক্ষেত্রে এর প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করো।
৬. 'ক' ফার্মের উৎপাদন ব্যয়ের তথ্য নিচে দেওয়া হলোঃ
উৎপাদনের
পরিমাণ (Q) |
মোট ব্যয়
(TC) (হাজার টাকায়) |
১ একক |
৫ |
২ একক |
৯ |
৩ একক |
১২ |
৪ একক |
১৬ |
৫ একক |
২২ |
ক. প্রান্তিক আয় কী?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় (AR) ও প্রান্তিক আয় (MR) রেখা একই হয় কেন?
গ. উদ্দীপক হতে গড় ব্যয় (AC) নির্ণয় করে সূচিতে দেখাও।
ঘ. উদ্দীপকের আলোকে চিত্রের মাধ্যমে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
৭. উদ্দীপকটি লক্ষ কর:
ক. অর্থনীতিতে বাজার কী?
খ. ফার্ম ও শিল্পের মধ্যে দুটি পার্থক্য লেখো ।
গ. উদ্দীপকের আলোকে ফার্মের ক্ষতির পরিমাণ নিরূপণ করো।
ঘ. উদ্দীপকে ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
৮. একটি দ্বীপ জেলায় বহুসংখ্যক মুরগির খামার গড়ে উঠেছে। প্রত্যেক খামারিকে রহিম সাহেবের নিকট থেকে মুরগির খাদ্য সংগ্রহ করতে হয়। রহিম সাহেব ইচ্ছামতো দাম বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করতে পারলেও খামারিরা দাম বাড়াতে পারে না। রহিম সাহেবের অধিক মুনাফার কথা
বিবেচনা করে অনেকেই মুরগির ডিমের ব্যবসা ছেড়ে খাদ্যের ব্যবসার দিকে ঝুঁকছে।
ক. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?
খ. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই - ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন ও বিপণন যে বাজারের অন্তর্ভুক্ত তার তিনটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মুরগির ডিমের উৎপাদন ও বিপণনের সাথে রহিম সাহেবের মুরগির খাদ্যের বাজারের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
৯. ২০২০-২১ অর্থবছরে 'ক' দেশের মোট ভোগ ব্যয় (C) ২০,০০০ কোটি টাকা,
বিনিয়োগ ব্যয় (1) ৫,০০০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) ১০,০০০ কোটি টাকা, রপ্তানি আয় (X) ৫০০ কোটি টাকা এবং আমদানি ব্যয় (M) ৬০০ কোটি টাকা।
ক. নিট জাতীয় আয় (NNP) কী?
খ. দ্বৈত গণনার সমস্যা কীভাবে পরিহার করা যায়?
গ. উদ্দীপকে ‘ক' দেশের মোট জাতীয় আয় (GNI) নির্ণয় করো।
ঘ. অন্যান্য ব্যয় স্থির থেকে সরকারি ব্যয় বৃদ্ধি পেয়ে ১৫,০০০ কোটি টাকা হলে ভারসাম্য জাতীয় আয়ে কী পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে দেখাও ৷
১০. দেওয়া আছে,
সঞ্চয় সমীকরণ S = – 100 + 0.5Y, বিনিয়োগ (I) = 200.
ক. মোট দেশজ উৎপাদন (GDP) কাকে বলে?
খ. কোন ধরনের ভোগ আয়ের ওপর নির্ভরশীল নয়—বুঝিয়ে লেখো ।
গ. উদ্দীপকের সমীকরণ ব্যবহার করে ভারসাম্য জাতীয় আয় (Y) নির্ণয় করো।
ঘ. বিনিয়োগের পরিমাণ 400 হলে জাতীয় আয়ের কী পরিবর্তন হবে তা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।
১১. ধরি, বিহিত মুদ্রা (M) = ১০০০, বিহিত মুদ্রার প্রচলন গতি (v) = ৫, ঋণপত্রের পরিমাণ (M) =৫০০, ঋণপত্রের প্রচলন গতি (v) = ২,
লেনদেনের পরিমাণ (T) = ১০০০।
ক. আমানত কাকে বলে?
খ. বাংলাদেশের দুই টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের সাহায্যে দামস্তর (P) নির্ণয় করো। ৩
ঘ. M = 2000 এবং M' = 1000 হলে পরিবর্তিত দামস্তর ও অর্থের মূল্য নির্ণয়পূর্বক তাদের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো।