HSC Economics 1st Paper Creative Questions Cumilla Board-2022
HSC Economics 1st Paper Creative Questions
Cumilla Board-2022.
‘X’ দেশ |
‘Y’ দেশ
|
অনিয়ন্ত্রিত
দামব্যবস্থা |
নিয়ন্ত্রিত
দামব্যবস্থা |
উদ্যোগে
স্বাধীনতা |
চাহিদার
ওপর নিয়ন্ত্রণ |
শ্রেণি
বিভক্তি |
স্বতঃস্ফূর্ত
উৎপাদন |
শ্রমবাজারের
নমনীয়তা |
বণ্টনে
অসমতা |
মুক্ত
বাজার অর্থনীতি |
শোষণ
নেই |
উত্তরাধিকার
সূত্রে প্রাপ্তি ও বণ্টনের সুযোগ |
মুদ্রাস্ফীতি
নেই |
ক. অর্থনৈতিক ব্যবস্থা কী?
খ. অভাব পূরণে নির্বাচন সমস্যায় পড়তে হয় কেন?
গ. 'X' দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো।
ঘ. কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি সর্বাধিক উত্তম বলে মনে করো? উদ্দীপকের
আলোকে বিশ্লেষণ করো।
২.
X দ্রব্য
|
Y দ্রব্য
|
১২০ একক
|
০০ একক |
১০০ একক |
৫০ একক |
৫০ একক |
১০০ একক |
০০ একক |
১২০ একক |
ক. দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝ?
খ. ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
ঘ. 'X' দ্রব্য ৫০ একক অবস্থায় ‘Y’ দ্রব্য ৫০ একক উৎপাদন সম্ভব নয়”- উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো।
৩.
মি. অর্ণব ৪০ টাকা দামে ১০ কেজি আম ক্রয় করেন। দাম বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে তিনি ৬ কেজি আম ক্রয় করেন।
ক. চাহিদা স্থিতিস্থাপকতা কী?
খ. পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন?
গ. উদ্দীপকের আলোকে চাহিদা রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো।
৪.
একটি ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো:
উৎপাদনের
পরিমাণ একক |
মোট ব্যয়
|
১ |
২০ |
২ |
২৫ |
৩ |
২৯ |
৪ |
৪০ |
৫ |
৫৬ |
ক. উৎপাদন অপেক্ষক কী?
খ. একচেটিয়া বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হয় না কেন?
গ. উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করো।
ঘ. “প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করে”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৫.
৫. 'X' দেশের-
ভোগ ব্যয় (C) = ৮৫০০ টাকা
বিনিয়োগ ব্যয় (I) = ৫০০০ টাকা
সরকারি ব্যয় (G) = ৩০০০ টাকা
নিট রপ্তানি (Xn) = ১০০০ টাকা
ক. নিট জাতীয় আয় কী?
খ. সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে'- ব্যাখ্যা করো।
গ. ত্রি-খাতবিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. সরকারি ব্যয় ৫০০ টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
৬. নিচে একজন ভোক্তার উপযোগ সচি দেওয়া হলো:-
দ্রব্যের
একক |
প্রান্তিক
উপযোগ |
১ |
৮ |
২ |
৬ |
৩ |
৪ |
৪ |
২ |
৫ |
০ |
৬ |
-২ |
ক. ঢাল কী?
খ. 'যোগান ও মজুদ এক নয়'-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
৭. নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
পরিমাণ
একক |
চিনির
দাম টাকা |
তেলের
দাম টাকা |
১ |
৭০ |
১৮০ |
২ |
৭০ |
১৭০ |
৩ |
৭০ |
১৬০ |
৪ |
৭০ |
১৪০ |
৫ |
৭০ |
১৩০ |
ক. ফার্ম কী?
খ. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই হয় কেন?
গ. উদ্দীপকের আলোকে চিনির গড় আয় রেখা অঙ্কন করো ।
ঘ. তেলের বাজারটি কী ধরনের বাজার উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৮. একটি অর্থনীতির মুদ্রা বাজারের তথ্য নিচে দেওয়া হলো-
মোট বিহিত মুদ্রার পরিমাণ (M) = ৬০০
মুদ্রার প্রচলন গতি (V) = ৪০
ব্যাংক মুদ্রার পরিমাণ (M') = ৩০০
ব্যাংক মুদ্রার প্রচলন গতি (V') = ৪০
লেনদেনের পরিমাণ (T) = ১০০০
ক. মুদ্রা কী?
খ. 'মোবাইল ব্যাংকিং সাধারণ জনগণের কাছে সহজতর'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় করো ।
ঘ. মুদ্রার পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
৯.
শ্রম
ও মূলধন (টাকা) |
মোট উৎপাদন
(TP) (একক) |
১০০০ |
১০ |
২০০০ |
১৮ |
৩০০০ |
২৪ |
৪০০০ |
২৮ |
৫০০০ |
৩০ |
ক. প্রান্তিক উৎপাদন কী?
মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ'-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সূচিতে উৎপাদনের কোন বিধি কার্যকর হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. যদি সকল উপকরণ স্থির রেখে উৎপাদনের কলাকৌশলের পরিবর্তন করা হয় তবে উদ্দীপকের বিধিটি কার্যকর হবে কি না বিশ্লেষণ করো।
১০. একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিম্নের চিত্রের মাধ্যমে দেখানো হলো-
ক. বাজার কাকে বলে?
খ. ‘পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয়'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ণয় করো।
ঘ. ১০০ একক উৎপাদন স্তরে গড়ে ব্যয় বৃদ্ধি পেয়ে ১৫০ টাকা হলে, ফার্মের ভারসাম্যের ওপর কী প্রভাব পড়বে-ব্যাখ্যা করো ।
১১. বাণিজ্যিক ব্যাংক 'X' এর প্রাথমিক আমানত ৫০০০ টাকা। ব্যাংকের প্রয়োজনীয় বৈধ রিজার্ভ ১০%। কিন্তু দেশে বিদ্যমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে
কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ হার বৃদ্ধি করে ২০% করেছে।
ক. অর্থের মূল্য কী ?
খ. দামস্তরের পরিবর্তনে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পরিবর্তন হয়- ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপক হতে বৈধ রিজার্ভ ১০% এর ক্ষেত্রে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ কত? ৩
ঘ. কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হার বৃদ্ধির ফলে ঋণ সৃষ্টির ক্ষেত্রে কীরূপ প্রভাব পড়বে বলে মনে করো?