Market Chapter Economics 1st Paper HSC General Knowledge

Market Chapter Economics 1st Paper HSC General Knowledge

বাজার অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান 

অর্থনীতি ১ম পত্র এইচ এস সি। 



১. পূর্ণ প্রতিযোগিতার বাজারে রেখার আকৃতি কেমন হয়। 
উ. বাম দিক থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। 

২. কোন বাজারে AR রেখা দেখতে নিন্মরুপ হয়। 

perfect market competition, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার



৩. চিত্রটি কোন বাজারের সাথে সম্পর্কিত?

monopoly market, একচেটিয়া বাজার


উ. একচেটিয়া বাজার। 

৪. ফার্মের ভারসাম্য তথা মুনাফা সর্বোচ্চকরনের শর্তের আধুনিক পদ্ধতিগুলো কি কি? 
উঃ  
১ম শর্তঃ MR=MC হবে । অর্থাৎ পরস্পরকে ছেদ করবে। 
২য় শর্তঃ MR রেখার ঢাল < MC রেখার ঢাল অর্থাৎ ভারসাম্য বিন্দুতে তথা মুনাফা সর্বোচ্চ স্তরে MC রেখা, MR রেখাকে নিচের দিক থেকে ছেদ করে 
উপরের দিকে যাবে। 
অতিরিক্ত শর্তঃ AC রেখার অবস্থানের ওপর ফার্মের লাভক্ষতি নির্ভর। 
P=AC হলে, ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। 
P>AC হলে, ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। 
P<AC বা AC>P>ন্যূনতম AVC হলে, ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। 

৫. কোন বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? 
উ: পূর্ণ প্রতিযোগিতা। 

৬. কোন বাজারে শিল্প একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়? 
উ: মনোপলি। 

৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি সত্য? 
উ: P=MR=MC।

৮. একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য শর্ত কোনটি? 
উ: MR = MC।

৯.পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম (p)  রেখা কিরূপ হবে? 
উ: ভূমি অক্ষের সমান্তরাল 

১০. কোন বাজারে শিল্প একক ব্যবস্থাপনায় পরিচালিত হয়? 
উ: মনোপলি

১১.মনোপলি বাজারের ক্ষেএে কোনটি সঠিক?
উঃAR=P>MR

১২. কোন বাজারে ফার্ম ও শিল্পের কোন পার্থক্য নেই?
উঃ একচেটিয়া 

১৩.ক্ষতি  সীকার করেও উংপাদন করবে যদি? 
উঃAC>P>AVC

১৪.পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি সত্য?
 উঃ p= mc
 
১৫. কোন বাজারে  সাধারণত p>MC হয়? 
উঃ একচেটিয়া বাজার

১৬.ফামের সবলপকালীন ভারসাম্যে প্রয়োজনীয় শর্ত  কোনটি?
উঃ  Mc=Mc

১৭.কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?
উ. মনোপলি 

১৮.কর আরোপ,ভর্তুকি প্রদান, রেশনিং--এ ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে? 
উ. পূর্ণ প্রতিযোগিতা 

১৯. একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত  কী?
উঃ  MC= Mc

২০. শাকসবজির বাজার কোন ধরনের বাজার? 
উ: অতিস্বল্পকালীন বাজার।

২১. সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার? 
উ. ৪ প্রকার।

২২. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার? 
উ. ২

২৩. যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র একজন সে বাজারকে বলা হয় কি? 
উ. মনোপসনি। 

২৪. কোন বাজারকে  দাম গ্রহীতা বলে? 
উ. পূর্ণ প্রতিযোগিতা

২৫.বাজার বলতে বোঝায়?
উ. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া বা নিধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় করা। 

২৬. অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো?
উ. চাহিদার সাথে  বা সময়ের সাথে  বা যোগানের সাথে 

২৭. আয়তন বা পরিধি আনুসারে বাবুর হাটের বাজারকে কী বলে?
উ. জাতীয় বাজার। 

২৮. আয়তন বা পরিধি আনুসারে তৈরি পোশাকের বাজারকে কী বলে? 
উ. আন্তর্জাতিক বাজার। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url