Dhaka Board-2023, Economics 1st Paper, 1st Chapter, Creative Question and Solution. Production Possibility Curve.
Dhaka Board-2023, Economics 1st Paper, 1st Chapter, Creative Question and Solution. Production Possibility Curve.
ঢাকা বোর্ড-২০২৩, অর্থনীতি ১ম পত্র, ১ম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন ও সমাধান, উৎপাদন সম্ভাবনা রেখা।
Dhaka Board- 2023.
নিচে X ও Y দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো । তার ভিত্তিতে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাওঃ
X-দ্রব্য
|
Y-দ্রব্য
|
প্রাপ্ত
বিন্দু |
0 |
70 |
A |
40 |
60 |
B |
50 |
50 |
C |
60 |
40 |
D |
70 |
0 |
E |
ক. শ্রমনিবিড় উৎপাদন কৌশল কী?
খ. ‘বিশেষ অভাব সসীম- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অংকন কর।
ঘ. উদ্দীপকের আলোকে ( X= 40, Y=45) একক এবং (X= 70, Y= 60) একক উৎপাদন সম্ভব কী ? যুক্তিসহ বিশ্লেষণ কর।
শিখনফলঃ
এই পাঠ শেষে শিক্ষার্থীরা-
ক. শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি তা বলতে পারবে;
খ.‘বিশেষ অভাব সসীম’ তা ব্যাখ্যা করতে পারবে;
গ. উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবে;
ঘ. উদ্দীপকের আলোকে ( X= 40, Y=45) একক এবং (X= 70, Y= 60) একক উৎপাদন সম্ভব কী তা বিশ্লেষণ করতে পারবে।
ক. শ্রমনিবিড় উৎপাদন কৌশল কী?
চিত্রটি দেখো-
এখানে অনেকগুলো শ্রমিক কাজ করছে এবং তারা উৎপাদনের সাথে জড়িত.
উত্তরঃ যে উৎপাদন পদ্ধতিতে মূলধনের তুলনায় শ্রম বেশি ব্যবহৃত হয় তাকে শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলে।
খ. ‘বিশেষ অভাব সসীম- ব্যাখ্যা কর।
চিত্রটি দেখো-
খাদ্য বস্ত্র
এখানে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ অভাব দেখা যাচ্ছে খাদ্য ও বস্ত্র আমাদের খাদ্যের খাদ্যের অভাব পূরণ হলে বস্ত্রের প্রয়োজন হয়। এই অভাব গুলোকে সসীমঅভাব বলা যেতে পারে.
উত্তরঃ মানুষের অভাবে শেষ নেই। একটি অভাব শেষ হলে আরেকটি অভাব দেখা দেয়। সীমিত সম্পদ দ্বারা মানুষকে অসীম অভাব পূরণ করতে হয় ।মানুষের প্রয়োজনীয় অভাব গুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। প্রয়োজনীয় অভাব শেষ হলেই মানুষ আরো আরামদায়ক অভাব ও বিলাস জাতীয় জিনিসের অভাব বোধ করে। তবে খাদ্যের অভাব বা বস্ত্রের অভাব সবসময় সসীম। এর মধ্যে যেকোনো একটি বিশেষ অভাব পূরণ হলেই মানুষের অন্য অভাব সৃষ্টি হয়। তাই বলা যায় বিশেষ অভাব সসীম।
গ. উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করো।
উত্তরঃ উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি আক্ষে X এক দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্যের উৎপাদনে পরিমাণ দেখানো হয়েছে। X দ্রব্যের উৎপাদনের পরিমাণ যখন ০ একক, Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ তখন ৭০ একক যা A বিন্দু দ্বারা প্রকাশ করা হয়েছে। আবার X দ্রব্যের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪০, ৫০, ৬০, ও ৭০ একক হলে Y দ্রব্যের উৎপাদনের পরিমাণ তখন হ্রাস পেয়ে যথাক্রমে ৬০, ৫০, ৪০ ও ০ একক হয় যার প্রাপ্ত বিন্দু হলো B C D ও E. এখন A B C D ও E বিন্দুগুলো যোগ করে যে রাখা পায় তাকে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে।
ঘ. উদ্দীপকের আলোকে ( X= 40, Y=45) একক এবং (X= 70, Y= 60) একক উৎপাদন সম্ভব কী ? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তরঃ উদ্দীপকের আলোকে ( X= 40, Y=45) একক এবং (X= 70, Y= 60) একক উৎপাদন সম্ভব কিনা তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-
উদ্দীপক অনুযায়ী বিন্দু F অদক্ষ অঞ্চল এবং G বিন্দু অ-গ্রহণযোগ্য অঞ্চল বিদ্যমান থাকায় F ও G বিন্দুতে উৎপাদন করা যৌক্তিক হবে না।
আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোন বিন্দুতে উৎপাদন যুক্তিসংগত নয় কারণ সেখানে উৎপাদনের উপকরণগুলো যথাযথ ব্যবহার করা হয় না বা অদক্ষ ব্যবহার হয় আবার উৎপাদন সম্ভাবনা রাখার বাইরের যে কোন বিন্দুতে উৎপাদন যুক্তিসঙ্গত নয় কারণ সেখানে সম্পদের অভাব বোঝায় বা সম্পদের স্বল্পতা দেখা দেয়।
এখানে F বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে অবস্থিত। কোন যুক্তিশীল উৎপাদনকারী চাইবে না তার সম্পদের অপচয় হোক তাই F বিন্দুতে উৎপাদন করা যুক্তিসঙ্গত হবে না কারণ এই বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার হয়। G বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে তাই সম্পদের অভাবের কারণে কোন উৎপাদনকারী উৎপাদন করবে না।
সুতরাং বলা যায় উৎপাদনকারী পক্ষে ( X= 40, Y=45)= F এবং (X= 70, Y= 60)= G বিন্দুতে উৎপাদন করা যুক্তিসঙ্গত হবে না।
সহায়ক বইসমুহঃ
দিলারা আরজু, রণজিত কুমার নাথ, নরোত্তম রায়, একাদশ-দ্বাদশ শ্রেণি, অর্থনীতি ১ম পত্র।