HSC Economics 1st Paper, Dhaka Board, MCQ Questions and Answers 2023.
HSC Economics 1st Paper, Dhaka Board, MCQ Questions and Answers 2023.
অর্থনীতি প্রথম পত্র, ঢাকা বোর্ড - ২০২৩, বহু নির্বাচনি প্রশ্ন এবং এর উত্তর।
১. আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার
২. কোন বাজারে ফার্ম কে দাম গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়?
উত্তরঃ পূর্ণ প্রতিযোগি
৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে-
¡. P=MR
¡¡. AR=MR
¡¡¡. P>MR
নিচের কোনটি সঠিক
উত্তরঃ ¡ ও ¡¡
⇛ উদ্দীপকটি পড়ে ৪ ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
৪. ফার্মটির মোট আয় কত টাকা?
উত্তরঃ ২০০ টাকা
৫. ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে?
¡. সর্বনিম্ন গড় ব্যয় অবস্থায়
¡¡. স্বল্পকালে
¡¡¡. লোকসান অবস্থায়
নিচের কোনটি সঠিক?
উত্তরঃ ¡¡ ও ¡¡¡
৬. “Money is what money does” - সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
উত্তরঃ ওয়াকার
৭. মুদ্রার মূল্য (Vm) প্রধানত নিম্নের কোনটির উপর নির্ভরশীল?
উত্তরঃ দামস্তর
৮. নিচের কোনটি নিকাশ ঘরের কাজ করে?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক
উদ্দীপকটি পড়ে ৯ ওঁ ১০নং প্রশ্নের উত্তর দাওঃ
MV=PT
যেখানে, M=200, V=10 এবং T=20
৯. উদ্দীপকের আলোকে দাম স্তর কত হবে?
উত্তরঃ 100
১০. যদি উদ্দীপকে M1 = 200 এবং V1 = 10 যোগ হয়, তবে অর্থের মূল্য (Vm) কত হবে?
উত্তরঃ 0.005
১১. GNI- এর পূর্ণরূপ কি
উত্তরঃ Gross National Income
১২. দেশে কর্মরত বিদেশী নাগরিকদের আয় নিচের কোনটির অন্তর্ভুক্ত হয়?
উত্তরঃ GNP
উদ্দীপকে পড়ে ১৩ ১৪নং প্রশ্নের উত্তর দাওঃ
১৩. অর্থনীতির ভারসাম্য জাতীয় আয় কত?
উত্তরঃ ৭৫০
১৪. বিনিয়োগ বেড়ে ৪০০ হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ কত হবে?
উত্তরঃ ১০০০
১৫. মোট জাতীয় আয় গণনার ক্ষেত্রে-
উত্তরঃ হস্তান্তর পাওনা বাদ দিতে হয়, চূড়ান্ত দ্রব্যের মূল্য যোগ করতে হয়।
১৬. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বুঝায়?
উত্তরঃ উপযোগ সৃষ্টি
১৭. উৎপাদন অপেক্ষক কে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায় ?
উত্তরঃ উপকরণ
১৮. একচেটিয়া বাজারের ক্ষেত্রে-
উত্তরঃ AR ও MR রেখা নিন্মগামী, AR>MR
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৯. উদ্দীপকের খালি ঘরে মোট উৎপাদন কত হবে?
উত্তরঃ ৩৫
২০. উদ্দীপক অনুযায়ী-
উত্তরঃ মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়।
২১. চাহিদার শর্ত কয়টি?
উত্তরঃ ৩ টি
২২. ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল-
উত্তরঃ শূন্য
২৩. একটি মোবাইল সেট ও একটি মোবাইল সিম এর মধ্যে সম্পর্ক কিরূপ?
উত্তরঃ পরিপূরক
উদ্দীপক্ষে পরে ২৪ ওঁ ২৫নং প্রশ্নের উত্তর দাওঃ
Qs=-5 + p
২৪. উপরের কত দামে যোগান শূন্য হবে?
উত্তরঃ 5
২৫. উদ্দীপকের সমীকরণ থেকে অঙ্কিত রেখার আকৃতি হবে-
উত্তরঃ বাম থেকে ডানে ঊর্ধ্বগামী
২৬. অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় কয়টি?
উত্তরঃ ৪ টি
২৭. সমাজের ধনবৈষম্য তৈরি হয়-
উত্তরঃ ধনতান্ত্রিক বা বা পুঁজিবাদী অর্থব্যবস্থায়, মিশ্র অর্থব্যবস্থায়।
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাওঃ
২৮. যদি সমাজে শুধু X দ্রব্যের প্রয়োজন হয় তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে?
উত্তরঃ B বিন্দুতে
২৯. উদ্দীপকের U বিন্দু কী নির্দেশ করে?
উত্তরঃ স্বল্প উৎপাদন ও উপকরণের অপূর্ণ ব্যবহার
৩০. বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান?
উত্তরঃ মিশ্র