HSC MCQ, Economics 1st Paper, Rajshahi Board-2023, Questions and Answer.

HSC MCQ, Economics 1st Paper, Rajshahi Board-2023 Questions and Answer. 

রাজশাহী বোর্ড - ২০২৩ অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি  বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।


HSC MCQ, Economics 1st Paper, Rajshahi Board-2023, Questions and Answer.
১. কোন বাজারে চাহিদারেখা ভূমি অক্ষের সমান্তরাল?

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক

■ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:

rajshahi board mcq-2023, economics 1st paper



২. উদ্দীপকে ভারসাম্য বিন্দু কোনটি?

উত্তরঃ G

৩. গড় ব্যয় রেখা 'E' বিন্দুতে স্পর্শ করলে-

উত্তরঃ  স্বাভাবিক মুনাফা অর্জিত হবে,  মোট আয় = মোট ব্যয় হবে

৪. কোনটিতে দেশে কর্মরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?

উত্তরঃ GDP

৫. নোট প্রচলন করে কোন ব্যাংক?

উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

৬. ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বানুযায়ী অর্থের যোগান দ্বিগুণ হলে-

উত্তরঃ i. দামস্তর দ্বিগুণ হবে, iii. অর্থের মূল্য অর্ধেক হবে

■ উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও: একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP) ৫০০ বিলিয়ন ডলার, আমদানি ১০০ বিলিয়ন 
ডলার ও রপ্তানি ২০০ বিলিয়ন ডলার।

৭.দেশটির GNP কত বিলিয়ন ডলার?

উত্তরঃ ৬০০

৮. উদ্দীপকে আমদানি ব্যয় কত হলে GNP = GDP হবে?

উত্তরঃ ২০০

৯. অর্থের বিনিময় সমীকরণ কোনটি?

উত্তরঃ MV = PT

১০. সরকারি নোট কোনটি?

উত্তরঃ ২ টাকা

১১. অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?

উত্তরঃ দুষ্প্রাপ্যতা

১২. প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি?

উত্তরঃ ৪

১৩. কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার অধীন?

উত্তরঃ নির্দেশমূলক

■ উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:


১৪. 'X' দ্রব্যের উৎপাদন শূন্য হলে 'Y' দ্রব্যের উৎপাদন কত?

rajshahi board mcq-2023, economics 1st paper



 উত্তরঃ OA 
 
 ১৫. উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে?
 
উত্তরঃ E

১৬. স্বয়ংক্রিয় দামব্যবস্থা যে অর্থব্যবস্থার বৈশিষ্ট্য- 

উত্তরঃ ধনতান্ত্রিক,  মিশ্র

১৭. কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়?

উত্তরঃ মোট উপযোগ হ্রাস পেলে

১৮. চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কী বলে?

উত্তরঃ চাহিদা সমীকরণ

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:

HSC MCQ, Economics 1st Paper, Rajshahi Board-2023,



১৯. ৩য় একক কমলায় প্রান্তিক উপযোগ কত ইউটিল?

উত্তরঃ ৮ 

২০. উদ্দীপকে কার্যকর বিধির ক্ষেত্রে বিবেচ্য-

উত্তরঃ নির্দিষ্ট সময়, ভোক্তার আয়, রুচি স্থির

২১. কোনটি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র?

উত্তরঃ EP = ∆Q/∆P × P/Q  

২২. কালি ও কলম কোন ধরনের দ্রব্য?

উত্তরঃ পরিপূরক

২৩. উৎপাদনের উপকরণ কয়টি?

উত্তরঃ 8

২৪. অর্থনীতিতে ভূমি বলতে বোঝায়-

উত্তরঃ ভূপৃষ্ঠ,  বাতাস

■উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:

HSC MCQ, Economics 1st Paper, Rajshahi Board-2023,



২৫. উদ্দীপকে N' ও N রেখা যথাক্রমে কী নির্দেশ করে?

উত্তরঃ প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় 

প্রান্তিক ব্যয় ও গড় ব্যয়
২৬. উদ্দীপকে যে সম্পর্কটি প্রকাশ পায় তা হলো-

উত্তরঃ  'E' বিন্দুতে N' = N,  'E' বিন্দুর বামে  N > N'

২৭. কোনো দ্রব্যের প্রতিটি এককের মূল্যকে কী বলে?

উত্তরঃ গড় আয়

২৮. কোনটি শ্রম নয়?

উত্তরঃ শিক্ষকের কাজ

২৯. P = AR = MR হয়-

উত্তরঃ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে,  বাজারে দাম স্থির থাকলে

৩০. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় প্রকার?

উত্তরঃ ২ প্রকার 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url