Saudi Arabia, World Economy Outlook, General Knowledge, Economics Tutor Bd.
Saudi Arabiya, world economy outlook, General Knowledge, Economics Tutor Bd.
আপনে যদি সৌদি আরব দেশে চাকরি অথবা ব্যবসায় করতে চান তাহলে সে দেশের অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। আশা করি এই পোস্টের মাধ্যমে আমাদের দেওয়া তথ্য আপনার উপকারে আসবে।
সৌদি আরব
সৌদি আরব মধ্য প্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। ২১,৫০,০০০ বর্গ কি. মি. আয়তনে এশিয়া সবচেয়ে বড় আরব দেশ।এদেশের জনসংখ্যাহলো ৩৭,২৯৯,৫০২ জন ২০২৪ শুমারি অনুযায়ী। ইসলামের দুই পবিত্র মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়।এই রাজ্য, যাকে কখনও কখনও "ইসলামের বাড়ি" বলা হয়। এখানে মুসলমানদের দুটি গুরুত্বপূর্ণ শহরের অবস্থান তা হল মক্কা এবং মদিনা, যেখানে ইসলামী ধর্মের দূত মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) বসবাস করতেন।
এ স্থানটি বছরে কয়েক মিলিয়ন মুসলিম হজযাত্রীকে এবং হাজার হাজার আলেম ও শিক্ষার্থীকে আকৃষ্ট করে, যারা মুসলিম বিশ্ব হতে এখানে পড়াশোনা করতে আসে।
মুদ্রা
এ দেশের মুদ্রার নাম সৌদি রিয়াল। ১ সৌদি রিয়াল = বাংলাদেশি ৩১.৩৩ টাকা । এই টাকার মূল্য পরিবর্তনশীল।
জিডিপি
জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ (জিডিপি) উৎপাদন বলে।
এ দেশের জিডিপি হলো ১.১০৬ ট্রিলিয়ন ডলার (নমিনাল)। তথ্যসূত্র (উইকিপিডিয়া- ২০২৪)
জিডিপি পার কেপিটা ৩৩,০৪০ ডলার (নমিনাল)। তথ্যসূত্র (উইকিপিডিয়া- ২০২৪)
মুদ্রাস্ফীতি
এ দেশের হলো মুদ্রাস্ফীতি ( ভোক্তার মূল্য সূচক, সিপিআই) ১.৬% (২০২৪)
জিডিপিতে বিভিন্ন খাতের অবদান
এ দেশে জিডিপিতে অবদান রাখে কৃষি খাত ২.৬%, শিল্প খাত ৪৪.২%, সেবা খাত ৫৩.২% । (উইকিপিডিয়া- ২০১৭)
পেশায় নিয়োজিত শ্রমশক্তি
এ দেশে নিয়োজিত শ্রমশক্তি কৃষি খাতে ৬.৭%, শিল্প খাতে ২১.৪%, সেবা খাতে ৭১.৯% (উইকিপিডিয়া- ২০০৫)
বেকারত্বের হার
এ দেশে বেকারত্বের হার ৭.৩৬% (২০২১ আনুমানিক)
প্রধান কারখানাসমূহ
অপরিশোধিত তেল উত্পাদন, পেট্রোলিয়াম পরিশোধন, পেট্রোকেমিক্যালস, অ্যামোনিয়া, শিল্প গ্যাস, সোডিয়াম হাইড্রোক্সাইড, সিমেন্ট, সার, প্লাস্টিক, ধাতব, জাহাজ মেরামত,
বিমান মেরামত, নির্মাণ।
রপ্তানি
এ দেশে ২৮৬.৫ বিলিয়ন ডলার (২০২১ আনুমানিক)
রপ্তানি পণ্য
অপরিশোধিত পেট্রোলিয়াম,পরিশোধিত পেট্রোলিয়াম, পলিমার, শিল্প অ্যালকোহল, প্রাকৃতিক গ্যাস (২০১৯ আনুমানিক)
প্রধান রপ্তানি অংশীদার
চীন 18.8%
ভারত 12.8%
জাপান 10.1%
দক্ষিণ কোরিয়া 9.9%
মার্কিন যুক্তরাষ্ট্র 6.6%
তাইওয়ান 3.2%
সংযুক্ত আরব আমিরাত 2.4%
সিঙ্গাপুর 2.2% (2022)
আমদানি $213.0 বিলিয়ন (২০২১ আনুমানিক)
আমদানি পণ্য
যন্ত্রপাতি এবং সরঞ্জাম, রাসায়নিক, প্যাকেটজাত ওষুধ, মোটর যান, টেক্সটাইল, সম্প্রচার সরঞ্জাম, টেলিফোন।
প্রধান আমদানি অংশীদার
চীন 21.5%
সংযুক্ত আরব আমিরাত 16.4%
মার্কিন যুক্তরাষ্ট্র 6.5%
ভারত 5.9%
জার্মানি 4.2%
জাপান 2.9%
সুইজারল্যান্ড 2.9%
দক্ষিণ কোরিয়া 2.9%
যুক্তরাজ্য 2.6%
ফ্রান্স 2.4% (2022)
বৈদেশিক রিজার্ভ $451.587 বিলিয়ন (এপ্রিল ২০২২)
সকল তথ্য বিভিন্ন ওয়েবসাইট, টিভি চ্যনাল, পত্রিকা ও সবচেয়ে তথ্য নির্ভর সাইট উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়. অর্থনৈতিক গবেষণার জন্য এই সাইটে কন্টেন্ট গুলো তৈরি করা হয়. যেহেতু পূর্ব প্রচারিত বিভিন্ন উৎস থেকে তথ্য গুলো সংগ্রহ করা হয় তাই Economics Tutor Bd এর জন্য দায়ী নয়।