HSC Economics 1st Paper MCQ Solution Chittagong Board-2023.
HSC Economics 1st Paper MCQ Solution Chittagong Board-2023.
চট্টগ্রাম বোর্ড-২০২৩
বহুনির্বাচনি অভীক্ষা সেট: ঘ
১. গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি?
(ক) AR = TU / Q
(খ) AR = TR / Q
(গ) AR = TP / Q
(ঘ) AR = TC / Q
উত্তরঃ খ
২. AC রেখার সর্বনিম্ন বিন্দুতে-
i. MC সর্বোচ্চ
ii. MC রেখা ঊর্ধ্বগামী
iii. AC = MC
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
৩. মনোপসনি বাজারে ক্রেতার সংখ্যা কত?
(ক) ০
(খ) ১
(গ) ২
(ঘ) অসীম
উত্তরঃ খ
৪. বাজার ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কোনটি?
(ক) AR = AC
(খ) AR = MR
(গ) TR = TC
(ঘ) MR = MC
উত্তরঃ ঘ
৫. Qs= -5+10P যোগান সমীকরণে-
i. Qs = অধীন চলক
ii. P = স্বাধীন চলক
iii. 5 = ধ্রুবক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
চিত্রটি লক্ষ্য করো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
৬. চিত্র অনুযায়ী মোট ব্যয় কত?
(ক) ৬
(খ) ১০
(গ) ১৮০
(ঘ) ৩০০
উত্তরঃ গ
৭.চিত্রে E বিন্দুতে-
ii. দাম = প্রান্তিক ব্যয়
i. দাম = গড় ব্যয়
iii. প্রান্তিক ব্যয় = প্রান্তিক আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ গ
৮. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি?
(ক) C = a + by
(খ) C=a-by
(গ) C = -a- by
(ঘ) C = -a + by
উত্তরঃ ক
৯. কোনটি চূড়ান্ত দ্রব্য?
(ক) ভাত
(খ) ধান
(গ) গম
(ঘ) ময়দা
উত্তরঃ ক
১০. একটি দেশের GNP = ২০০, CCA = ৯০ হলে দেশটির NNP কত?
(ক) ৯০
(খ) ১১০
(গ) ২০০
(ঘ) ২৯০
উত্তরঃ খ
১১. কোন উপাদনটি বদ্ধ অর্থনীতিতে নেই?
(ক) ভোগ ব্যয় (C)
(খ) বিনিয়োগ ব্যয় (1)
(গ) সরকারি ব্যয় (G)
(ঘ) নিট রপ্তানি (Xn)
উত্তরঃ ঘ
১২. C=200, 1 = ১০০, G = ৫০, হলে মোট জাতীয় আয় কত?
(ক) ২০০
(খ) ২৫০
(গ) ৩০০
(ঘ) ৩৫০
উত্তরঃ ঘ
১৩. সঞ্চয় নির্ভর করে-
i. ব্যয়ের ওপর
ii. আয়ের ওপর
iii. আমানতের ওপর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
১৪. কেন্দ্রীয় ব্যাংক প্রধানত কয় পদ্ধতিতে ঋণ নিয়ন্ত্রণ করে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তরঃ ক
১৫. সসীম বিহিত মুদ্রা কোনটি?
(ক) ৫০ টাকা
(খ) ২০ টাকা
(গ) ১০ টাকা
(ঘ) ৫ টাকা
উত্তরঃ ঘ
১৬. দামস্তর বৃদ্ধি পেলে-
(খ) অর্থের মূল্য কমে
(ক) অর্থের মূল্য বাড়ে
(গ) অর্থের মূল্য শূন্য হয়
(ঘ) অর্থের মূল্য স্থির থাকে
উত্তরঃ খ
১৭. পি.এ. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনৈতিক সমস্য
সংখ্যা-
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ গ
১৮. অবাধ প্রতিযোগিতা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য?
(ক) ধনতান্ত্রিক অর্থব্যবস্থা
(খ) নির্দেশমূলক অর্থব্যবস্থা
(গ) মিশ্র অর্থব্যবস্থা
(ঘ) ইসলামি অর্থব্যবস্থা
উত্তরঃ ক
১৯. কোনটি সামষ্টিক অর্থনৈতিক চলক?
(ক) চাহিদা
(খ) উৎপাদন
(গ) বণ্টন
(ঘ) জাতীয় আয়
উত্তরঃ ঘ
*চিত্রটি লক্ষ্য করো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
২০. A বিন্দুতে X-দ্রব্যের উৎপাদন কত?
(ক) ০
(খ) ৬
(গ) ৯
(ঘ) ১২
উত্তরঃ ক
২১. চিত্রে অ-অর্জনযোগ্য বিন্দু কোনটি?
(ক) B
(খ) C
(গ) E
(ঘ) F
উত্তরঃ ঘ
২২. নিচের কোনটি বাজার ভারসাম্যকে নির্দেশ করে?
(ক) চাহিদা > যোগান
(খ) চাহিদা = যোগান
(গ) চাহিদা < যোগান
(ঘ) চাহিদা ≠ যোগান
উত্তরঃ খ
২৩. চাহিদার শর্ত কয়টি?
(ক) ১
(খ) ২
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ গ
২৪. আইনজীবীর আইনি সহায়তা কোন ধরনের উপযোগ?
(ক) রূপগত উপযোগ
(খ) সেবাগত উপযোগ
(গ) স্থানগত উপযোগ
(ঘ) স্বত্বগত উপযোগ
উত্তরঃ খ
২৫. Q = a - bp কী ধরনের অপেক্ষক?
(ক) চাহিদা অপেক্ষক
(খ) যোগান অপেক্ষক
(গ) আয় অপেক্ষক
(ঘ) ব্যয় অপেক্ষক
উত্তরঃ ক
২৬ . প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় তখন মোট উপযোগ-
(ক) বাড়ে
(খ) কমে
(গ) স্থির থাকে
(ঘ) শূন্য হয়
উত্তরঃ খ
২৭. উৎপাদনের চিরস্থায়ী উপাদান হলো-
(ক) ভূমি
(খ) শ্রম
(গ) মূলধন
(ঘ) সংগঠন
উত্তরঃ ক
উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
২৮. মোট উপযোগ কত?
(ক) ১৭
(খ) ১৬
(গ) ১৫
(ঘ) ১৪
উত্তরঃ ঘ
২৯. উদ্দীপকে কোন বিধি কার্যকর হয়েছে?
(ক) সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি
(খ) স্থির প্রান্তিক উপযোগ বিধি
(গ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
(ঘ) ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি
উত্তরঃ গ
৩০. চিত্রে AB রেখার ঢাল-
(ক) শূন্য
(গ) ধনাত্মক
(খ) অসীম
(ঘ) ঋণাত্মক
উত্তরঃ ক