চাহিদা তত্ত্ব, সাধারণজ্ঞান, অর্থনীতি। Theory of Demand, General Knowledge, Economics.
চাহিদা তত্ত্ব, সাধারণজ্ঞান, অর্থনীতি। Theory of Demand, General Knowledge, Economics.
১.চাহিদা বলতে কি বুঝায়?
উত্তরঃ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্য যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করার ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে।
অর্থনীতিতে চাহিদা তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়ে হয়ে থাকে যেমন-
১.পণ্যটি পাবার বা ভোগ করার ইচ্ছা থাকতে হবে।
২.প্রয়োজনীয় অর্থ বা ক্রয় ক্ষমতা থাকতে হবে।
৩.অর্থ ব্যয় করে ইচ্ছা থাকতে হ।
২. চাহিদা বিধি কাকে বলে?
উত্তরঃ কোন পণ্যের চাহিদার পরিমাণ এবং তার দামের মধ্যে যে বিপরীত সম্পর্ক প্রকাশ করে তাকে অর্থনীতি চাহিদা বিধি বলা হয়। যেমন- অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে।
৩. চাহিদা সুচি বলতে কি বুঝায়?
উত্তরঃ বিভিন্ন দামে কোন পণ্যের চাহিদা বিভিন্ন পরিমাণ কে একটি তালিকায় বা ছকে প্রকাশ করলে তাকে চাহিদা সূচিব লা হয়।
৪. চাহিদা সমীকরণ বলতে কি বুঝায়?
উত্তরঃ দাম এবং চাহিদার পরিমাণ এর মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা সমীকরণ বলে।
৫. চাহিদার রেখা বলতে কি বুঝায়?
উত্তরঃ যে রাখার বিভিন্ন বিন্দুতে দাম ও চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা রেখা বলে।
৬. ব্যক্তিগত চাহিদা বলতে কি বুঝায়?
উত্তরঃ একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি বাজারে কোন দামে যে পরিমাণ পণ্য ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে ব্যক্তিগত চাহিদা বলা হয়।
৭. বাজার চাহিদা কাকে বলে?
উত্তরঃ বিভিন্ন ব্যক্তির চাহিদা গুলো কি একত্রিত করলে অর্থাৎবিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকে বাজার চাহিদা বলা হয়।
৮. চাহিদার রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন?
উত্তরঃ দাম ও চাহিদার মধ্যে যখন বিপরীত সম্পর্ক দেখা দেয় তখন চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে এই পরিস্থিতি সৃষ্টি হলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়।
৯.আয় প্রভাব কাকে বলে?
উত্তরঃ যখন কোন পণ্যের দামের পরিবর্তন ঘটে এবং এর ফলে প্রকৃত আয়ের পরিবর্তন দ্বারা চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে তাকে আর প্রভাব বলে।
১০. বিকল্পপ্রভাব কাকে বলে?
উত্তরঃ কোন একটি পণ্যের দামের পরিবর্তন হলে তার সাথে সম্পর্কিত বিকল্প পণ্যের দামের আপেক্ষিক পরিবর্তন ঘটে। এর ফলে ভোক্তা তুলনামূলকভাবে সস্তা পণ্য অধিকার পরিমাণে ক্রয় করে, এর নাম বিকল্প প্রভাব।